বাংলাদেশ অনলাইন : | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
ব্যারিস্টার রুমিন ফারহানা
একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে দলীয় হুইপ হিসেবে মনোনীত করেছে বিএনপি। ৩ এপ্রিল (শনিবার) রুমিন ফারহানা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে আমার ওপর আস্থা ও বিশ্বাস রাখা হয়েছে। আমি আমার দায়িত্ব পালন সর্বোচ্চ সচেষ্ট থাকবো।’
এ বিষয়ে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, ৩ এপ্রিল (শনিবার) অধিবেশন শুরু হওয়ার আগে জাতীয় সংসদের স্পিকারের কাছে দলীয় হুইপ হিসেবে সংসদ সদস্য রুমিন ফারহানাকে মনোনয়ন দেওয়ার জন্য সংসদীয় দলের টিম লিডার হারুনুর রশীদ এমপি স্বাক্ষরিত একটি আবেদন করা হয়েছে।
এ সময় বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ, আমিনুল ইসলাম ও রুমিন ফারহানা উপস্থিত ছিলেন।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | শনিবার, ০৩ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh