আশরাফ আহমেদ | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
হর্ষ -বিষাদ (এক)
বিজয় এসেছে তিরিশ লাখ প্রাণের বিনিময়ে
পাক নরপশু, আলবদরের সীমাহীন অত্যচারে
অসংখ্য মা-বোনদের সম্ভ্রমের মূল্যে নিঃস্ব হয়ে
ঘরবাড়ি ছারখার গফুর আলীদের হত্যা করে।
সুরমার স্বজনদের হারিয়ে এখনো মন কাঁদে
রাজাকার সেনাপতি নাকি প্রধান চর
সুযোগ খুঁজে অদ্যাবদি আঘাত হানার
প্রিয় স্বদেশ নিয়ে মরণ খেলা খেলছে কারা
ঘৃণ্যসব সাহেব তারা অন্ধকারে খেলছে তারা।
সাহেব বাড়ী, পীরের বাড়ী খেলোয়াড় সব পাক্কা
ধর্মের বেসাতি এতেই মেলে সব ধরনের মওকা
ডিসেম্বর চৌদ্দ একাত্তর তারিখের খুনী সব পাক্কা।
হর্ষ-বিষাদ (দুই)
কণ্ঠে আনন্দ ধ্বনি অবিরাম স্লোগান সুখ সীৎকার
ম্লান হয়ে যায় দুদিন আগের হত্যাযজ্ঞের নীল ব্যাথায়
এ বিয়োগে হারানো এরা ও দেশ মাতৃকার সেরা সেনা
হারানোর ব্যাথায় মনকে প্রবোধ কিছুতেই দিতে পারিনা।
নয়শ একানব্বই জনের পুরোধা গোবিন্দ দেব দার্শনিক
প্রগতির সমার্থক কবর খ্যাত অধ্যাপক মুনির চৌধুরী
কথায় সদা অমায়িক শ্রেণীকক্ষে এক পরিশুদ্ধ বক্তা
আমার, সকলের প্রিয় গিয়াস স্যার কেতাদুরস্ত মানুষ।
এমনি অনেকেই নেই তারা, উনপঞ্চাশ জন চিকিৎসক,
আইনজীবী আর সাংবাদিক ষাটের ঘরে , আছেন শ্রমিক
পথচারী শহীদ সবাই সাকুল্যে এক হাজার একচল্লিশ জন।
বিজয় এসেছে সুকঠিন ত্যাগে হর্ষ আর বিষাদে।
Posted ১১:৪০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh