বাংলাদেশ অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। এই ৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরার কোয়ারেন্টাইনে পাঠানো হয়। ১ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকালে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তারের তথ্য জানান তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুল মোত্তাকীন। তিনি জানান, দুপুরের মধ্যে তাদের আদালতে সোপর্দ করা হবে।
উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে রয়েছে দুজন কাতার থেকে ফেরত বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়।
তিনি বলেন, ‘তবে তারা ঠিক কী ধরনের অপরাধ করেছেন তা এখনো আমরা জানতে পারিনি। তাই সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আজ আদালতে পাঠানো হয়েছে।’
Posted ১২:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh