বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
বিয়েবার্ষিকীতে স্ত্রীকে কতকিছুই তো উপহার দেওয়া যায়। তাই বলে আগ্নেয়াস্ত্র! হ্যাঁ, সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমে। বিয়েবার্ষিকীতে স্ত্রীর হাতে বন্দুক তুলে দিয়ে রিল বানালেন রিয়াজুল হক নামে এক ব্যক্তি, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে একটুও দেরি হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রিয়াজুল তৃণমূলের প্রাক্তন নেতা। তবে স্ত্রীকে যেই বন্দুকটি তিনি উপহার দিয়েছেন সেটি আসল না নকল, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
রিয়াজুলের বাড়ি বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামে। তৃণমূলের রামপুরহাট-১ ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি ছিলেন তিনি। তবে দুই মাস আগে সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাকে এখন দলের কোনও কর্মসূচিতে দেখা যায় না।
এদিকে সোশ্যালে প্রাক্তন তৃণমূল নেতার পোস্ট ঘিরে শোরগোল পড়ে গেছে। আর এই বিতর্কের মধ্যে সেই পোস্টটি সরিয়ে ফেলেন রিয়াজুল। তবে সুযোগ পেয়ে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি শিবির। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, রামপুরহাটে তৃণমূলের এক পদত্যাগী নেতার পোস্ট দেখলাম। তিনি নিজের বিয়েবার্ষিকীতে আগ্নেয়াস্ত্র দিয়ে ছবি পোস্ট করছেন। এখানে কী বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? এই অস্ত্র এলো কোথা থেকে? আমরা এই ঘটনার নিন্দা জানাচ্ছি। তবে বিষয়টি নিয়ে তৃণমূলের জেলা মুখপাত্র মলয় মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ওটি খেলনা বন্দুক।
Posted ১১:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh