বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
কোভিড-১৯ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ সদস্যের নির্বাহী কমিটির একটি বিশেষ অধিবেশনে কথা বলেন সংস্থার জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মাইকেল রায়ান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি স্বাস্থ্য কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেছেন, ‘নিরপেক্ষভাবে হিসাব’ করে দেখা যাচ্ছে বিশ্বের প্রতি ১০ জনের একজন হয়তো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রকাশিত হওয়া করোনা সংক্রমণের সংখ্যার চেয়ে এটি ২০ গুণেরও বেশি।
কোভিড-১৯ সংক্রান্ত বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৩৪ সদস্যের নির্বাহী কমিটির একটি বিশেষ অধিবেশনে গত ৬ অক্টোবর (সোমবার) এমনটি বলেন মাইকেল রায়ান। এ সময় সংস্থার প্রধান টেড্রোস অ্যাধানম উপস্থিত ছিলেন। বিবিসি ও ডয়েচে ভেলের খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বের জনসংখ্যা ৭৬০ কোটি ধরলে মাইকেল রায়ানের হিসাবে প্রায় ৭৬ কোটি মানুষ করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বর্তমান হিসেবে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি।
Posted ৫:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh