ক্রীড়া ডেস্ক : | সোমবার, ১৭ আগস্ট ২০২০
প্রথম অনলাইন বিশ্ব দাবা অলিম্পিয়াডের ১০ দলের মধ্যে নবম স্থানে থেকে গ্রুপপর্ব শেষ করেছে বাংলাদেশ। ১৬ আগস্ট শেষ তিন রাউন্ডে বাংলাদেশ তুর্কমেনিস্তানের সঙ্গে ড্র করলেও হেরে যায় ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার কাছে। সব মিলিয়ে ৯ রাউন্ডে বাংলাদেশ জিতেছে একমাত্র কিরগিজস্তানের বিপক্ষে।
সাত রাউন্ডে তারা হেরেছে। প্রথমবারের মতো অনলাইনভিত্তিক আসরে অংশগ্রহণটা তাই সুখকর হলো না বাংলাদেশের জন্য।
সপ্তম রাউন্ডে তুর্কমেনিস্তানের সঙ্গে ৩-৩ পয়েন্টে ড্র করে বাংলাদেশ। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান তুর্কমিনিস্তানের ফিদে মাস্টার নুরমামিদভ আজাতকে এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা মহিলা ফিদে মাস্টার মেকানোভা আনাগোজেলকে হারান।
গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ও জিয়াউর রহমান ড্র করেন প্রতিপক্ষ দলের দাবাড়ুদের সঙ্গে। আর মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ ও শারমীন সুলতানা শিরিন হেরে যান। পরের রাউন্ডে ফিলিপাইনের কাছে ১.৫-৪.৫ পয়েন্টে ও শেষ রাউন্ডে ইন্দোনেশিয়ার কাছে ০.৫-৫.৫ পয়েন্টে হেরেছে বাংলাদেশ।
Posted ৫:৪২ পূর্বাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh