বাংলাদেশ অনলাইন : | রবিবার, ৩০ জুলাই ২০২৩
ছবি: আল জাজিরা, দ্য গার্ডিয়ান, রয়টার্স
গেলো দুইদিনে বাংলাদেশে সরকার বিরোধীদের আন্দোলন, বিশেষ করে বিএনপি’র শুক্রবারের (২৮ জুলাই) পল্টনের মহাসমাবেশ ও ২৯ জুলাই (শনিবার)ধানী ঢাকার প্রবেশপথে বিরোধীদের অবস্থান কর্মসূচির সংবাদ গুরুত্বের সাথে প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম। এদের মধ্যে উল্লেখযোগ্য আল জাজিরা, দ্য গার্ডিয়ান ও রয়টার্স ফলাও করে প্রচার করে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচির খবর।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনের শিরোনামে লেখে- ‘বাংলাদেশ অপোজিশন প্রোটেস্ট ইন ঢাকা, ডিমান্ড পিএম’স রেজিগনেশন’ অর্থাৎ ‘বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বিরোধীদের বিক্ষোভ ’।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচনের দাবিতে মহাসমাবেশ করেছে দেশটির প্রধান বিরোধী দল বিএনপি। সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়। ওই সমাবেশ থেকে শনিবার রাজধানী ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচির ডাক দেয়া হয়। সরকারের প্রায় ৮ হাজার আইনশৃঙ্খলাবাহিনী মোতায়েন করা হয় সমাবেশ ঘিরে।
বিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে- ‘বাংলাদেশ পুলিশ ক্ল্যাশ উইথ প্রোটেস্টারস্ কলিং ফর পিএম টু রিজাইন’ অর্থাৎ `বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ।’
প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে রাজধানী ঢাকার প্রধান সড়ক অবরোধকারী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারগ্যাস নিক্ষেপ করেছে। প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তার মিত্ররা গত বছর থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জানুয়ারিতে অনুষ্ঠেয় সংসদ নির্বাচনের দাবিতে ধারাবাহিক আন্দোলন করছে।
আরেক ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স শিরোনাম করে- ‘বাংলাদেশ অপোজিশন হোল্ডস্ প্রোটেস্ট টু ডিমান্ড রেজিগনেশন অব প্রাইম মিনিস্টার’ অর্থাৎ ‘প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে বাংলাদেশে সরকার বিরোধীদের প্রতিবাদ।’
সূত্র : আল জাজিরা, দ্য গার্ডিয়ান, রয়টার্স
Posted ১২:১৯ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh