বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ১৮ মে ২০২১
মার্কিন গায়িকা আরিয়ানা ও তাঁর স্বামী ডাল্টন। ছবি : সংগৃহীত
বিশ্বখ্যাত মার্কিন গায়িকা আরিয়ানা গ্রান্ডে এখন অফিশিয়ালি বিবাহিত। ২৭ বছর বয়সী এ পপস্টার সম্প্রতি বাগদত্তা ডাল্টন গোমেজকে বিয়ে করেছেন বেশ গোপনীয়তায়। বিয়ের সেই আয়োজন ছিল খুবই ব্যক্তিগত, সেখানে উপস্থিত ছিলেন ২০ জনেরও কম অতিথি।
মার্কিন সাময়িকী পিপল জানিয়েছে, আরিয়ানা ও ডাল্টন বিয়ে করেছেন। অনাড়ম্বর আয়োজনে সম্পন্ন হয়েছে বিয়ে। ২০ জনেরও কম মানুষ সেখানে উপস্থিত ছিলেন। সেই কক্ষ ছিল সুখ আর ভালোবাসায় পূর্ণ।
২০২০ সালের ডিসেম্বরে প্রেমিক ডাল্টন গোমেজের সঙ্গে বাগদান সারেন আরিয়ানা গ্রান্ডে। সে সময় তিনি সামাজিক মাধ্যমে হিরের আংটি প্রদর্শন করেছিলেন। ২০২০ সালের জুনে ইনস্টাগ্রামে এ যুগল তাদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
Posted ৬:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ মে ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh