বুধবার, ৪ অক্টোবর ২০২৩ | ১৯ আশ্বিন ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

ব্যবসায়ী আব্দুল হাই জিয়ার ইন্তেকাল

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

ব্যবসায়ী আব্দুল হাই জিয়ার ইন্তেকাল

যুক্তরাষ্ট্রস্থ চট্টগ্রাম সমিতির সভাপতি এবং নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা. জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের উপদেষ্টা, ম্যানহাটান বিজনেস এসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা আব্দুল হাই জিয়া (৬৫) আর নেই (ইন্নালিল্লাহে.. রাজেউন)। করোনায় আক্রান্ত হয়ে তিনি গত ৭ ডিসেম্বর রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মাউন্ট সিনাই হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৭ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সায়েদা হাই, দুই ছেলে ইশরাক বিন হাই, ইশফাক বিন, এক মেয়ে মুন বিন হাই, আত্মীয়- স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানা গেছে, আব্দুল হাই জিয়া হার্ট এ্যাটাবে আক্রান্ত হয়ে গত ৬ ডিসেম্বর মাউন্ট সিনাই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানেই তার করোনা ধরা পড়ে। ভাগ্যের কি নির্মম পরিহাস হাসপাতালে ভর্তি হবার ২৪ ঘন্টার মধ্যেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুরকোলে ঢলে পড়েন।

আব্দুল হাই জিয়ার মৃত্যুতে প্রবাস কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ভরপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, ড্রামা সার্কলের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি নার্গিস আহমেদ, ড্রামা সার্কলের বর্তমান সভাপতি আবীর আলমগীর, চট্টগ্রাম সমিতির সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, ট্রাস্টে বোর্ডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ হানিফ, সাবেক প্রধান নির্বাচন কমিশনার সাঈদ এম রেজা, সাবেক সিনিয়র সহ সভাপতি ও নির্বাচন কমিশনার মাকসুদুল হক চৌধুরী, কার্যকরি সদস্য খোকন কে চৌধুরী, আলী নূর, মোহাম্মদ মাসুদ হোসেন সিরাজী, মোহাম্মদ সেলিম, মোহাম্মদ মহিউদ্দিন খোকন চৌধুরী, ইকবাল হোসেন, মীর কাদের রাসেল, আরিফুল ইসলাম, এম এ লতিফ, পরিমল কান্তি নাথ, কামাল হোসেন মিঠু, মেজবাহ উদ্দিন, বখতিয়ার উদ্দিন, জাফর শফি, হারুন অর রশীদ, শফিউল আজম শিকদার, শো টাইম মিউজিকের আলমগীর খান আলম, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হওলাদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, বাংলাদেশ সোসাইটির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট জামাল আহমেদ জনি, নির্বাচন কমিশনের সদস্য রুহুল আমিন সরকার, কম্যুনিটি এক্টিভিস্ট মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ সোসাইটির ক্রীড়া সম্পাদক নওশাদ হোসেন, কার্যকরি সদস্য সাদি মিন্টু, ফারহানা চৌধুরী, মঈনুদ্দিন মাহবুব, গিয়াস আহমেদ, গোলাম ফারুক শাহীন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, বাংলাদেশ সোসাইটির শিক্ষা বিষয়ক সম্পাদক আহসান হাবিব, মূলধারার রাজনীতিবিদ ফখরুল ইসলাম দেলোয়ার, নূরুল হক, রফিকুল ইসলাম, দেওয়ান বাজলু চৌধুরী, মোহাম্মদ আলম, জাহাঙ্গীর এইচ মিয়া, ফিরোজ আহমেদ, বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, আব্দুল কাদের চৌধুরী শাহীন প্রমুখ।


আব্দুল হাই জিয়ার নামাজে জানাজা ৯ ডিসেম্বর দুপুর ১টার সময় ব্রুকলীনের চট্টগ্রাম সমিতির ভবনের সামনে অনুষ্ঠিত হবে। জানাজে জানাজা শেষে মরহুর জিয়ার লাশ নিউজার্সির মালবরো মুসলিম গোরস্তানে দাফন করা হবে। আব্দুল হাই জিয়ার ইচ্ছা ছিলো তার লাশ যেন বাংলাদেশে পাঠানো হয় এবং মায়ের কবরের পাশে তার লাশ দাফন করা হয় কিন্তু সার্বিক পরিবেশ পরিস্থিতির কথা বিবেচনা করে মরহুমের স্ত্রী এবং পরিবারের অন্যান্য সদস্যরা বাংলাদেশে লাশ পাঠানোর পরিবর্তে নিউজার্সিতে দাফনের সিদ্ধান্ত নেন। মরহুমের ফিউনারেলসহ অন্যান্য বিষয়ে সার্বিক সহযোগিতা করেছেন নূরুল আনোয়ার এবং মরহুমের পারিবারিক বন্ধু নাসির শিকদার। উল্লেখ্য, আব্দুল হাই জিয়া ১৯৯১ সালের শেষ দিকে আমেরিকায় এসেছিলেন। তার দেশের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়।

আবদুল হাই জিয়ার মৃত্যুতে শোক


নিউইয়র্ক: চট্টগ্রাম সমিতির সভাপতি আবদুল হাই জিয়ার ইন্তেকালে চট্টগ্রাম সমিতির আসন্ন নির্বাচন ২০২১-২২ সনের নির্বাচন কমিশন এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। নির্বাচন কমিশনারবৃন্দ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেন ও মহান আল্লাহ তায়ালা মরহুম আবদুল হাই জিয়ার জান্নাতুল ফেরদৌস কামনা করেন।


advertisement

Posted ১২:৩৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.