নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
ব্রঙ্কসে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ারের খাবার ও মাস্ক বিতরণ
করোনা মহামারীতে ক্ষতিগ্রস্থ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন। গত ৪ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিটির ব্রঙ্কস এলাকার স্টার্লিং এভিনিউতে স্টেট সিনেটর লুইস সেপুলভিদাকে সঙ্গে নিয়ে দুস্থ পরিবারগুলোর হাতে ত্রানসামগ্রী তুলে দেন সংগঠনটির সভাপতি ও মূল ধারার রাজনীতিবিদ আবদুস শহীদ। এ সময় সাহায্য প্রার্থীদের বড় এক বক্স করে শুকনো খাবার এবং সঙ্গে মাস্ক ও সেনিটাইজার দেয়া হয়।
ব্রঙ্কসে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ারের খাবার ও মাস্ক বিতরণ
এর আগে যুবনেতা রেজা আবদুল্লাহ স্বপনের সঞ্চালনায় ও সংগঠনের সহ সভাপতি এ্যাডভোকেট নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সেস্ট সিনেটর লুইস সেপুলভিদা, বাংলাদেশি আমেরিকান ওয়েলয়োর অর্গানাইজেশনের সভাপতি আবদুস শহীদ,সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক জামাল হোসাইন, অনুষ্ঠানের স্পন্সর ও ফ্যামিলি ফার্মেসির মালিক গৌরভ কোটারিয়া, অপর স্পন্সর প্রতিষ্ঠান এ্যামব্রেস রিলিফের মোহাম্মদ মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, সিটি কাউন্সিল প্রার্থী মির্জা মামুনুর রশীদ, কুমিল্লা সমিতির সাবেক সভাপতি খবির উদ্দিন ভূইয়া, যুবলীগ নেতা নুরুল ইসলাম, রবিউল ইসলাম কমিশনার, শাহীন কামালি, আল মামুন সরকার, হুমায়ুন কবীর, শরিফ হোসেন, প্রমুখ।
ব্রঙ্কসে আমেরিকান-বাংলাদেশী ওয়েলফেয়ারের খাবার ও মাস্ক বিতরণ
বক্তারা এই সুন্দর ও মানবিক আয়োজনের জন্য স্পন্সর ও আয়োজকদের প্রতি ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আপনাদের আজকের এই উদ্যেগ, মানুষের প্রতি এই ভালোবাসা ও সমমর্মীতা নিশ্চয়ই স্রষ্টা কবুল করবেন। আমরা যত মানবিক হবো এবং জীবনের ঝুকি নিয়ে বিপদে আপদে মানুষের পাশে দাড়াবো, শুধু নিজে খাওয়া নয় প্রতিবেশিরা কি খেয়ে আছে নাকি না খেয়ে আছে সেদিকে খেয়াল রাখবো তখন স্রষ্টার রহমত আমাদের ওপর নেমে আসবে। আমরা সবাই ভালো থাকবো। সুস্থ থাকবো। এভাবেই আমাদের সমমর্মীতার শক্তির কাছে এই মহামারি খুব শিগগিরই পরাজিত হবে।
Posted ১০:৩২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh