বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
সদস্যপদ পাওয়ার জন্য ব্রিকস সম্মেলনে যাননি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘ব্রিকসের সদস্যপদ পেতে কাউকে বলিনি। তবে চাইলে পাব না, বিষয়টা এমন না। প্রত্যেক কাজেরই একটা নিয়ম থাকে। আমরা সেটা মেনে চলি।’
সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। ২৯ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৪টার পর গণভবনে এ সংবাদ সম্মেলন শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিকসে যাওয়া নিয়ে দেশে অনেকেই সমালোচনা করেছেন। তাদের কাজই সমালোচনা করা। তারা বলছেন, আমরা নাকি ব্রিকসের সদস্যপদ পেতে সম্মেলনে অংশ নিয়েছি। কিন্তু বিষয়টা ঠিক না।’
সম্প্রতি ড. ইউনূসের বিরুদ্ধে চলমান মামলা স্থগিত চেয়ে বিবৃতি দিয়েছেন ১৬০ জন বিশিষ্ট নাগরিক। এ প্রসঙ্গে জানতে চাইলে শেখ হাসিনা বলেন, আত্মবিশ্বাস থাকলে ড. ইউনূস আন্তর্জাতিক বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। সরকার কোনো বিবৃতিতে প্রভাবিত হবে না। ড. ইউনূসের বিরুদ্ধে মামলা আইন অনুযায়ী চলবে।
Posted ৬:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh