নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
ব্রুকলীনের স্প্রিং ক্রিকে ১১৪টি নতুন নির্মিত এফোর্ডেবল এপার্টমেন্ট স্বল্প আয়ের মানুষদের জন্য অত্যন্ত স্বল্প দামে ভাড়া দেয়া হবে। তবে যারা এইসব এপার্টমেন্ট পেতে চান তারা আবেদন করলে তার মধ্য থেকে লটারির মাধ্যমে নির্বাচন করা হবে। এই এপার্টমেন্ট বিল্ডিং এ স্টুডিওর মাসিক ভাড়া ৩৩১ ডলার, ১বেডরুম রুমের এপার্টমেন্ট ৪২৬, দুই বেডরুমের এপার্টমেন্ট ৫২১, তিন বেডরুমের এপার্টমেন্ট ৫৯৪ ডলারে ভাড়া দেয়া হবে। এছাড়াও আকার অনুযায়ী স্টুডিওর ভাড়া মাসে ৮৩৭ ডলার, এক বেডরুমের এপার্টমেন্ট ১০৫৮ ডলার, দুই বেডরুমের এপার্টমেন্ট ১,২৮০ ডলার এবং তিন বেডরুমের এপার্টমেন্ট ১,৪৭২ ডলারের ভাড়া দেয়া হবে। তবে স্টুডিও থেকে শুরু করে তিন বেডরুমের এপার্টমেন্ট পর্যন্ত পরিবারের সদস্য সংখ্যা একজন থেকে সাতজন থাকতে পারবে। আর পরিবারের বার্ষিক আয় ১৩,৫৪৩ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ৮৪,৬০০ ডলার পর্যন্ত হতে হবে।
৮৮১ এরস্কাইন স্ট্রিট, ব্রুকলীন, নিউইয়র্ক-১১২৩৯ ঠিকানায় অবস্থিত ফাউন্টেন সিভিউ বি-থ্রি নামের এপার্টমেন্ট বিল্ডিংটি জে, জেড, এ, সি, এল সাবওয়ে স্টেশন এবং কিউ-৮, বি-১৩, বি-৮৪ বাসস্টপের নিকটে। এই ভবনে বিভিন্ন রকমের সুবিধা রয়েছে। আবেদনের জন্য কোনো ফিস দিতে হবে না। কোনো ব্রোকার ফিসও নেই। পরিবারের সদস্য সংখ্যা বার্ষিক হাউজরোলড ইনকাম যাদের শর্ত অনুযায়ী মিলবে তারা আবেদন করতে পারবেন। যারা সিটির কাজ করেন, যারা ডিজাবেল তাদের জন্য ৫শতাংশ হারে কোটা নির্ধারিত আছে। যারা কম্যুনিটি বোর্ড-৫ এলাকার অনÍর্ভূক্ত তাদের জন্য অগ্রাধিকার থাকবে। যারা উক্ত এপার্টমেন্টের জন্য আবেদন করতে চান তারা নিজের ঠিকানা লেখা খাম সহ আবেদনের ফরম চেয়ে অনুরোধ পাঠাতে পারেন:
Fountain Seaview B3 c/0 Progressive Management, 1044 Northern Blvd. 2nd Floor, Roslyn, NY-11576 ঠিকানায়।
আবেদন করার শেষ দিন ২৭ জানুয়ারি, ২০২১।
Posted ৩:২৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh