নিউইয়র্ক : | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
ব্র্রঙ্কসে বাংলা মেলা আগামী ৬ আগস্ট রোববার অনুষ্ঠিত হবে। পার্কচেষ্টারের কাছে ওয়েস্টবারি এভিনিউ এর ওপর (জেরেগা ও সিবারি এভিনিউ) এ মেলা বসবে। চলবে দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত। মেলা উদ্বোধন করবেন প্রধান অতিথি ড. আবু জাফর মাহমুদ। মেলার প্রধান স্পন্সর হিসেবে থাকবে বাংলা সিডিপ্যাপ ও আলেগ্রা হোম কেয়ার।
এই বাংলা মেলাকে সফল করার জন্য গঠিত হয়েছে একটি উদযাপন কমিটি। এর কর্মকর্তারা হলেন আহমদ ফয়সল -আহবায়ক,রায়হান জামান রানা-প্রধান সমন্বয়কারি, জুহায়েব চৌধুরী-ইভেন্ট সমন্বয়কারি, সোহেল আহমদ-সদস্য সচিব,মাকসুদা আহমেদ ও লিয়াকত আলী- যুগ্ম আহবায়ক। মেলাটির আয়োজনে রয়েছে বাংলাদেশি আমেরিকান কালচারাল এসোসিয়েশন। এই সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদক হলেন যথাক্রমে আহবাব চৌধুরী, নবনির্বাচিত সভাপতি সারওয়ার চৌধুরী ও শাহ বদরুজ্জামান রুহেল।
Posted ৫:৫৯ অপরাহ্ণ | শুক্রবার, ০৪ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh