বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
লুসি লেটবিকে তার চেস্টারের বাসা থেকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ২০১৮ সালের ৩ জুলাই। ছবি : সংগৃহীত
যুক্তরাজ্যের একটি হাসপাতালের একজন নার্স সাত শিশুকে হত্যার দায়ে অভিযুক্ত হয়েছেন। ম্যানচেস্টারের ক্রাউন কোর্ট ১৮ আগস্ট তাকে দোষীয় সাব্যস্ত করেছেন। ৩৩ বছর বয়সি এই নার্সের নাম নাম লুসি লেটবি। ২০১৫ থেকে ২০১৬ সালের মধ্যে তিনি সাত শিশুকে হত্যা করেছেন। এর মধ্যে পাঁচটি ছেলে শিশু। বাকি দুইটি মেয়ে শিশু। একই সময়ে তিনি আরও ছয় শিশুকে হত্যার চেষ্টা করেছেন। ১৮ আগস্ট রায়ে বিচারক মন্তব্য করেন, আধুনিক সময়ে ব্রিটেনের ইতিহাসে এ রকম ভয়ানক সিরিয়াল শিশু হত্যাকারী আর দেখা যায়নি।
অভিযুক্ত লেটবি উত্তর-পশ্চিম ইংল্যান্ডের চেশায়ার কাউন্টির চেস্টার হাসপাতালের শিশু বিভাগে কাজ করতেন। বেশির ভাগ সময় তিনি রাতে দায়িত্ব পালন করতেন। সাত শিশুর মধ্যে পাঁচটিকে হত্যা করেন ২০১৫ সালের জুন থেকে অক্টোবরের মধ্যে। আর বাকি দুইটাকে ২০১৬ সালের জুনে।
বিবিসিকে চেস্টার হাসপাতালের শিশু বিভাগের প্রধান কনসালট্যান্ট ডা. স্টিফেন ব্রেরি বলেন, লেটবিকে নিয়ে আমাদের আগেই সন্দেহ হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে ২০১৫ সালের অক্টোবরেই আমি উদ্বেগ প্রকাশ করেছিলাম। কিন্তু তা আমলে নেওয়া হয়নি। এরপর আরও দুইটি শিশুর প্রাণ গেল।
রায়ের পর সন্তান হারোনো পরিবারগুলো এক বিবৃতি বলেন, আমাদের হৃদয় ভেঙে গেছে। আমরা বিধ্বস্ত। ক্ষুব্ধ। আমরা বাকরুদ্ধ। কেন এমনটা হয়েছে তার প্রকৃত কারণ আমরা কোন দিনও হয়তো জানতে পারব না। ম্যানচেস্টারের ক্রাউন কোর্টে লেটবির বিচারটা প্রায় ১০ মাস ধরে চলে। মামলাটার শুনানি হয় প্রায় ১১০ ঘণ্টা।
জুরিকে কৌঁসুলিরা বলেন, লুসি লেটবি কিছু শিশুকে ইনসুলিনের ইনজেক্টশন দিয়েছেন। অনেকের মধ্যে বাতাস ইনজেক্টশন করেছেন। কাউকে জোর করে দুধ পান করিয়েছেন। কোনো কোনো শিশুর ওপর সবগুলোই করেছেন। এভাবেই তাদের হত্যা করা হয়েছে।
লুসি লেটবির বাসা থেকে একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। এতে সিরিয়াল শিশু হত্যাকারী এই নার্স লেখেন, তাদের যত্ন নেওয়ার মতো যথেষ্ট দক্ষতা আমার ছিল না। তাই আমি তাদের হত্যা করেছি। আমি একজন ভয়ানক শয়তান মানুষ। আমি শয়তান। আমিই এমন অপকর্ম করেছি। সূত্র : বিবিসি, রয়টার্স
Posted ১১:০১ পূর্বাহ্ণ | শনিবার, ১৯ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh