বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৭ মার্চ ২০২১
ছবিতে ১৯ বয়সের প্রিয়াঙ্কা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ১৯ বছর বয়সের একটি ছবি শেয়ার করেছেন বলিউড তারকা প্রিয়াংকা চোপড়া। যেখানে তাকে সাদা বিকিনি ও ট্রাউজারে দেখা যাচ্ছে। কপালে টিপও পরেছেন। যাকে বলে ইন্দো-ওয়েস্টার্ন লুক। ছবির ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ১৯ বছর বয়সেও তিনি নির্লজ্জ ছিলেন। হ্যাশট্যাগে দিয়েছেন #বিন্দিঅ্যান্ডবিকিনি।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ১৭ বছর বয়সের সময়ের একটি ছবি পোস্ট করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। যেখানে তাকে বেলবটম জিন্স ও ডেনিম জ্যাকেটে দেখা যাচ্ছে। সঙ্গে আবার হাই হিল।
২০০০ সালে ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। এরপর পা রাখেন বলিউডে, পান জনপ্রিয়তা। বলিউডের পাশাপাশি হলিউডের একাধিক ছবিতেও ইতোমধ্যে কাজ করে ফেলেছেন তিনি। আপাতত নিক জোনাসকে বিয়ে করে মার্কিন মুলুকের বাসিন্দা প্রিয়াঙ্কা।
Posted ৭:১১ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh