বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
‘দেবী’ ছবির মধ্য দিয়ে ২০১৮ সালে বড়পর্দায় পা রাখেন মডেল-অভিনেত্রী শবনম ফারিয়া। প্রথম ছবিতেই হুমায়ূন আহমেদের ‘নীলু’ হয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এরপর কেটে গেছে দীর্ঘদিন। নতুন ছবিতে কাজ না করলেও এই অভিনেত্রীকে পাওয়া গেছে একাধিক নাটক ও টেলিছবিতে। ফারিয়ার ভাষ্য, ‘ভালো সিনেমার অপেক্ষায় আছি। সিনেমায় কাজ করার প্রস্তাব হরহামেশাই পাই। তবে মনের মতো গল্প আর চরিত্র না হওয়ার, কাজ করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘প্রথম সিনেমার ফিডব্যাক এত বেশি ভালো ছিল যে, এরপর আসলে ওই রকম ভালো সিনেমা না হলে আমার ফিল্মে কাজ করার কোন ইচ্ছে নেই। তা ছাড়া আগের তুলনায় এখন আমি নাটকের কাজ কমিয়ে দিয়েছি। সো, খুব ভালো ফিল্ম যদি হয়, তাহলে অবশ্যই অভিনয় করব।’
বর্তমান কাজের প্রসঙ্গে এই অভিনেত্রী বলেন, ‘আমি অভিনয়কে পেশা হিসেবে নিয়েছি, তাই অভিনয়ই করতে চাই। সেটা নাটক, সিনেমা বা যেকোনো মাধ্যমই হোক। আমি অভিনয় করতে ভালোবাসি, তাই শুধু অভিনয়ই করতে চাই। সেটা কোন একটি নির্দিষ্ট মাধ্যমের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। আপাতত হাতে কিছু নাটকের কাজ আছে। সেগুলো নিয়েই এখন ব্যস্ত আছি।’
বিচ্ছেদ প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার। বিষয়গুলো নিয়ে মিডিয়ায় কথা না বলাই ভালো। মিডিয়াকে যতটুকু জানানোর প্রযোজন, ততটুকু জানিয়ে দিয়েছি। এর বেশি আর কিছু বলতে চাই না।’
Posted ৪:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh