বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৩ আগস্ট ২০২২
ছবি : সংগৃহীত
ভারতের স্বাধীনতা দিবসের আগে কলকাতাসহ দেশের সর্বত্র গুরুত্বপূর্ণ স্থান মুড়ে ফেলা হয়েছে কড়া নিরাপত্তা বলয়ে। এমন অবস্থায় কলকাতার ড্রোন নিষিদ্ধ অঞ্চল ভিক্টোরিয়া মেমোরিয়াল- এ অনুমতি না নিয়ে ড্রোন ক্যামেরা উড়িয়ে ছবি তোলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে দুই বাংলাদেশি নাগরিককে। তাদের নাম মো. সিফাত ও মোহাম্মদ জিল্লুর রহমান। তারা বাংলাদেশের রাজশাহীর বাঘা উপজেলার বাসিন্দা।
কলকাতা শহরে একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা থাকায় নিরাপত্তার জন্য ড্রোন উড়াতে গেলে পুলিশ ও সেনাবাহিনীর অনুমতি নিতে হয়। ওই দুই যুবক জানিয়েছে তারা জানতেন না কলকাতায় ড্রোন উড়াতে গেলে অনুমতি নিতে হয়।
পুলিশ সূত্রে খবর, গত ৯ আগস্ট তারা ভারতে ঘুরতে যান। বুধবার ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখতে যান তারা। সেই সময় ভিক্টোরিয়ার উত্তর দিকে দোতলার বারান্দায় দাঁড়িয়ে রিমোট কন্ট্রোলের সাহায্যে ড্রোন ওড়াচ্ছিলেন। দেখতে পেয়েই তাদের আটক করে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিরাপত্তা রক্ষীরা। পরে তাদের তুলে দেয়া হয় কলকাতা পুলিশের হাতে।
এর আগে একই কাণ্ড ঘটানোয় তিন বছর আগে কলকাতায় আটক করা হয়েছিল তিনজন চীনা নাগরিককে। আপাতত পুলিশ তাদের হেফাজতে নিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। কেন তারা ড্রোন ওড়াচ্ছিল তাদের আসল উদ্দেশ্য কি তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Posted ৯:৩৭ পূর্বাহ্ণ | শনিবার, ১৩ আগস্ট ২০২২
Weekly Bangladesh | Weekly Bangladesh