নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক
মওদুদ আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনকের উদ্যোগে দোয়া মাহফিল করা হয়েছে। গত ১৯ মার্চ নিউইয়র্কের জ্যাকসন হাইটসের খাবার বাড়ি চাইনিজ রেস্টুরেন্টে, সদ্য প্রয়াত বিএনপির স্থায়ী কমিটির সদস্য নোয়াখালীর গর্বিত সন্তান বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের রূহের মাগফিরাত কামনা করে এক দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম ইউএসএ ইনক। মাগরিবের নামাজের পর কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে দোয়া মাহফিলটি শুরু হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাছিম আহমেদ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। কুরআন তেলাওয়াত ও মুনাজাত পরিচালনা করেন ফোরামের সাবেক সভাপতি মাওলানা মো. ওমর ফারুক।
বৈশ্বিক মহামারী উপেক্ষা করে ভক্তরা প্রিয় নেতার দোয়া মাহফিলে যোগ দিতে ছুটে আসে বিভিন্ন এলাকা থেকে। এই সময় সবাই সদ্য মরহুম নেতা মওদুদ আহমেদ রূহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া প্রার্থনা করেন। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি উনার সুস্বাস্থ্য কামনা ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়। এ ছাড়া করোনা আক্রান্ত দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কুদ্দুস রিজভীসহ অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
অনুষ্ঠানে অতিথি ছিলেন, জাসাস জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুক্তরাষ্ট্র যুবদল সভাপতি জাকির এইচ চৌধুরী, সাধারণ সম্পাদক নিউইয়র্ক স্টেট বিএনপি নেতা ছাইদুর রহমান ছাইদ, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ, আবুল কাশেম, মোস্তাক আহমেদ আবুল কালাম, মীর মো. জোবায়ের। ফোরামের নেতাদের মধ্যে যারা উপস্থিত ছিলেনÑ গোলাম হোসেন, ফারুক হোসেন মজুমদার, ছাইদুর খান ডিউক, মাহাবুবুর রহমান মুকুল, জামালুর রহমান চৌধুরী, নাছির উদ্দিন, বদিউল আলম, মো. বাচ্চু মিয়া, জাহাঙ্গীর আলম জয়, শাহ আলম, এ কে এম আজিজুল বারী তিতাস, আমিনুল ইসলাম আমিন, নুরুন নবী চৌধুরী, নুরুল আমিন, মীর মো. জোবাইর হোসেন, পেয়ারুন নবী ভূঁইয়া।
নিউইয়র্কে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনক
কোম্পানীগঞ্জ সমিতি
নিউইয়র্কে কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউএসএ ইনকের উদ্যোগে বাংলাদেশের সাবেক উপ-রাষ্ট্রপতি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্রুকলীনে ৬১ চার্চ এভিনিউর কোম্পানীগঞ্জ ভবনে গত ২১ মার্চ রোববার রাতে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রহমান এইচ আরজুর সভাপতিত্বে এবং সহ সভাপতি মোহসিনুর রহমান খান ও সহ সাধারণ সম্পাদক চৌধুরী এ মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর নোয়াখালী সমিতির সাবেক সভাপতি সালামত উল্লাহ। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের উপদেষ্টা ও নোয়াখালী সমিতির সহ সাধারণ সম্পাদক ইউসুফ জসিম। এসময় বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউএসএ’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আবুল কালাম, ট্রাস্টি বোর্ড মেম্বার রমেশ নাথ, সাবেক সভাপতি আবদুল মালেক, নির্বাচন কমিশনার আব্দুল মালেক খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন ফয়সাল, সাবেক সহ সভাপতি নুরুল হুদা হারুন, বাংলাদেশ সোসাইটির সভাপতি প্রার্থী আব্দুর রব মিয়া, বৃহত্তর নোয়াখালী সমিতির সভাপতি নাজমুল হাসান মানিক, সরকারি মুজিব কলেজ ছাত্রসংসদের সাবেক জি.এস মোহাম্মদ শাহজাহান ছোটন, কোম্পানীগঞ্জের সাবেক ছাত্রদল নেতা কামাল উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসী কোম্পানীগঞ্জের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে দোয়া মোনাজাত পরিচালনা করেন বেলাল মসজিদের ইমাম ও খতিব হাফিজ আহমেদ করিম। দোওয়া-মোনাজাতে ব্যারিস্টার মওদুদ আহমদসহ করোনায় নিহতের আত্মার মাগফিরাত দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ কামনা করা হয়। পরে তবারুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ ছিলেন বাংলাদেশের সফল রাজনীতিক, বরেণ্য আইনজীবী। নিরহংকারী ও দেশদরদী এ নেতা স্বার্থের ঊর্দ্ধে উঠে রাজনীতি করে গেছেন সাধারণ মানুষের অধিকার আদায়ে। তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাদের অন্যতম। তার মৃত্যুতে জাতির অপূরনীয় ক্ষতি হয়েছে। বক্তারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ইউএসএনিউজঅনলাইন.কম
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh