বাংলাদেশ অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
মার্কিন যুক্তরাষ্ট্রের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্নার করোনা ভ্যাকসিন প্রায় ৯৫ শতাংশ কার্যকর বলে প্রতিষ্ঠানটির দেওয়া প্রাথমিক তথ্য থেকে জানা গেছে। মডার্না আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভ্যাকসিনটি ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন করার পরিকল্পনা করছে বলে জানিয়েছে বিবিসি।
কিছুদিন আগে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজারও দাবি করেছে তাদের ভ্যাকসিন ৯০ ভাগেরও বেশি কার্যকর। উভয় প্রতিষ্ঠানের অনুরূপ ফল বিশেষজ্ঞদের ক্রমবর্ধমান আত্মবিশ্বাস বাড়াচ্ছে যে ভ্যাকসিনগুলো মহামারি শেষ করতে বড় ভূমিকা রাখতে পারে।
মর্ডানা এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ট্রায়ালে স্বেচ্ছাসেবকদের বড় কোনো স্বাস্থ্যঝুঁকি দেখা যায়নি। ট্রায়ালে ৩০ হাজার স্বেচ্ছাসেবক অংশ নিয়েছিল এবং তারা ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছে। ফলাফলে দেখা গেছে, ভ্যাকসিনটি করোনা প্রতিরোধে ৯৪.৫ ভাগ কার্যকর।
জরুরি ক্ষেত্রে এই ভ্যাকসিন ব্যবহারের জন্য মর্ডানা যুক্তরাষ্ট্রের খাদ্য ও মাদক প্রশাসন থেকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে অনুমোদন চাইবে বলে জানা গেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আগামী বছর যুক্তরাষ্ট্র এই দুই প্রতিষ্ঠান থেকে অন্তত এক শ কোটি ডোজের চেয়ে বেশি টিকা পেতে পারে। মডার্নার প্রেসিডেন্ট স্টিফেন হগ টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এমন একটি ভ্যাকসিন পেতে যাচ্ছি, যেটি কোভিড-১৯ থামিয়ে দিতে পারে।’
Posted ৪:১৫ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh