নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
প্রথিতযশা সাংবাদিক ও সাহিত্যিক মনজুর আহমদের দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান গত ২৬ অক্টোবর রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এই দু’টি গ্রন্থ হলো ‘আমার সেই সময়’ ও ‘আমার এই সময়’। গ্রন্থ দুটি প্রকাশ করেছে বাংলাদেশের খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান ‘আগামী প্রকাশনী’। অনুষ্ঠানটির আয়োজনে ছিলেন টাইম টিভির প্রধান নির্বাহী আবু তাহের ও সাংবাদিক হাসানুজ্জামান সাকি।
আলোচনায় অংশ নেন লেখক, কবি, সাংবাদিক ও সাহিত্যিকরা। তাদের মধ্যে আহমাদ মাযহার, কবি কাজী জহিরুল ইসলাম, আবেদীন কাদের, হাসান ফেরদৌস, মনিজা রহমান, সাঈদ তারেক, রাজিয়া নাজমী, রাণু ফেরদৌস, শামস আল মুমিন, ইব্রাহীম চৌধুরী, কাজী আতিক, মুজিব বিন হক, বিশ্বজিৎ সাহা, মোশাররফ হোসেন, আব্দুস শহীদ প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, “আমার সেই সময়” ও “আমার এই সময়” বই দুটি কেবল স্মৃতিকথা নয়Ñএগুলো ১৯৪৭ থেকে ১৯৭১ এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের নিরপেক্ষ দলিল। বক্তারা উল্লেখ করেন, ইতিহাস নানা সময়ে নানা দৃষ্টিকোণ থেকে লেখা হয়েছে, কিন্তু মনজুর আহমদের কলমে ফুটে উঠেছে ঘটনার নির্ভুল প্রেক্ষাপট, সময়ের বোধ ও সত্য অনুসন্ধানের নিষ্ঠা। তারা মনে করেন, এই দুটি গ্রন্থ ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিক ইতিহাসের আলোকবর্তিকা হয়ে থাকবে।
অনুষ্ঠানে বক্তারা লেখকের দীর্ঘ সাংবাদিকতা জীবন, চিন্তার গভীরতা ও সমাজসচেতন দৃষ্টিভঙ্গির প্রশংসা করেন এবং জানানÑ তাঁর লেখনী নতুন প্রজন্মকে ইতিহাস জানার ও তা থেকে শিক্ষা নেওয়ার অনুপ্রেরণা দেবে। ইতিহাস যখন রাজনীতির প্রভাবের কারণে বারবার পুনর্লিখিত হয়, তখন মনজুর আহমদের এই দুই বই সময়ের সত্যকে ধরে রাখার এক সাহসী প্রচেষ্টা। এই গ্রন্থদ্বয় নিঃসন্দেহে প্রবাসী সমাজে চিন্তাশীল পাঠক এবং গবেষকদের কাছে হয়ে উঠবে এক অনন্য সম্পদ।
উদ্বোধনী বক্তব্যে সাংবাদিক আবু তাহের বলেন, মনজুর আহমেদ এমন এক লেখক, যিনি সময়কে শুধু বর্ণনা করেন না-সময়কে অনুধাবন করান। তার লেখায় থাকে নির্মোহ দৃষ্টিভঙ্গি ও বাস্তবতার বিশ্লেষণ।অনুষ্ঠানে সাংবাদিক, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
Posted ১১:৩৯ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh