বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০-এ বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার পেয়েছেন বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসান। ‘রবিবার’ ছবির জন্য এ খেতাব পেয়েছেন তিনি।‘রবিবার’ ছবিটি পরিচালনা করেছেন অতনু ঘোষ। উৎসবে সেরা চিত্রনাট্যের পুরস্কারও জিতেছে ছবিটি।
এমন সম্মাননা পাওয়ায় ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে ৮ ডিসেম্বর (মঙ্গলবার) জয়া লিখেছেন, বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই অতনুদার (অতনু ঘোষ)। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো?
Posted ২:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh