বাংলাদেশ অনলাইন : | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, মার্কিন সরকার ঘোষিত নতুন ভিসা নীতি বাংলাদেশ সরকারকে ‘বিচলিত করে না’। কারণ, সরকার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ‘প্রতিশ্রুতিবদ্ধ’।
২৪ মে (বুধবার) তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহরিয়ার আলম বলেন, ‘এটা কোনো নিষেধাজ্ঞা নয়। এতে বিএনপির উদ্বিগ্ন হওয়া উচিত, কেননা নির্বাচনের আগে বা নির্বাচন চলাকালে সহিংসতা ভিসা বিধিনিষেধের আরেকটি মানদণ্ড।’
গতকাল বুধবার বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে উৎসাহিত করতে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই নীতির ঘোষণা দিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনপ্রক্রিয়া এগিয়ে নিতে আমি আজকে একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বলে মনে করা যেকোনো বাংলাদেশি ব্যক্তির জন্য ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপ করা হবে।’
Posted ১:১৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh