বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
ছবি : সংগৃহীত
থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচাকে একটি জরুরি বৈঠকে মাস্ক না পরায় ছয় হাজার বাথ (১৯০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। ২৬ এপ্রিল (সোমবার) সকালে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায়ুথ তার ফেসবুক পাতায় বৈঠকের একটি ছবি পোস্ট করেন। যেখানে দেখা যায়, মাস্ক ছাড়াই তিনি বৈঠকে অংশ নিচ্ছেন। যদিও ছবিটি পরে সরিয়ে নেওয়া হয়। খবর ওয়াশিংটন পোস্টের।
ওই ছবি প্রকাশের পর প্রায়ুথকে জরিমানা করা হয় বলে জানান ব্যাংককের গভর্নর অশ্বিন ওয়ানমুয়াং। রাজধানী ব্যাংককসহ থাইল্যান্ডের ৪৮টি প্রদেশে মাস্ক পরার বাধ্যবাধকতার সময় বাড়ানো হয়েছে এবং নিয়ম আরো কঠোর করা হয়েছে। সেখানে এখন একমাত্র বসতবাড়ির ভেতর ছাড়া সব জায়গায় মাস্ক পরা বাধ্যতামূলক। এমনকি ব্যক্তিগত গাড়িতে একজনের বেশি আরোহী থাকলেও মাস্ক পরতে হবে।
২৬ এপ্রিল (সোমবার) থেকেই নতুন এই নিয়ম কার্যকর হয় এবং প্রধানমন্ত্রী প্রায়ুথই প্রথম ব্যক্তি যিনি ওই আইনে প্রথম জরিমানা দিতে যাচ্ছেন। যদিও এ অপরাধে সর্বোচ্চ জরিমানা ২০ হাজার বাথ (৬৩৯ মার্কিন ডলার)। ব্যাংককের গভর্নর তার অফিসিয়াল ফেসবুক পাতায় এ তথ্য জানিয়ে লেখেন, আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি এটা কোভিড-১৯ এর বিরুদ্ধে আরোপিত স্বাস্থ্যবিধির লঙ্ঘন। তিনি জরিমানা দিতে রাজি হয়েছেন।
Posted ৭:২৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh