নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
ছবি : সংগৃহীত
মুক্তিযোদ্ধা, গণসংগীত শিল্পী, ক্রান্তি শিল্পী গোষ্ঠীর সভাপতি ও সম্মিলিত সাংস্কৃতিক জেট নেতা মাহবুবুল হায়দার মোহনের নবম প্রয়াণ দিবস ছিল গত ২৩ মার্চ। মৃত্যুর পর থেকে মাহবুবুল হায়দার মোহন স্মরণসভা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয়ে আসছে তাঁর অত্যন্ত স্মৃতিময় নিউইয়র্ক সিটিতে। যাতে প্রবাসের বিশিষ্টজন যোগ দিয়ে আসছেন। ফোবানা সম্মেলন, বইমেলা, ঠিকানার অনুষ্ঠান, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আতিথ্য হয়ে যোগ দেন নিউইয়র্কে। স্বাধীন বাংলা বেতারের কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসানের সাথে তাঁর গভীর সম্পর্ক ছিল। শহীদ হাসানের মৌলিক গান বাংলাদেশে তিনি গান গেয়ে বিশেষ জনপ্রিয় করেন।
করোনা কালে ২৩ মার্চ এবার জনাব মোহনের জন্য ভার্চুয়াল অনুষ্ঠান আয়োজিত হয়। প্রবাসের সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিনহাজ আহমেদের পরিকল্পনা ও উপস্থাপনায় ‘মাহবুবুল হায়দার মোহন স্মরন সভা’ অনলাইনে সরাসরি প্রচার করেন। অনুষ্ঠানে যোগ দেন দেশের খ্যাতিমান দু’জন সংগীত ব্যক্তিত্ব রথীন্দ্রনাথ রয় ও শহীদ হাসান। প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, ঘাতক দালাল নির্মুল নেতা ফাহিম রেজা নুর, জনপ্রিয় শিল্পী ও মুক্তিযোদ্ধা মোহনের অত্যন্ত স্নেহভাজন শাহ মাহবুব ও সংগীত শিল্পী ফেরদৌসি ইকরাম।
প্রয়াত মোহনের ছোটভাই ও সাংবাদিক আকবর হায়দার কিরন ও অংশগ্রহণ করেন। আলোচনার শুরুতে মিনহাজ আহমেদে পরিচালনায় মাহবুবুল হায়দার মোহনভিত্তিক নির্মিত ডকুমেন্টারি প্রদর্শিত হয়।
Posted ৯:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh