বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৯ জুলাই ২০২৩
ছবি : সংগৃহীত
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেছেন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানি। সবে পাঁচ মাস হয়েছে দাম্পত্যজীবনের। এই পাঁচ মাসে ছবি প্রচারের সময় অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়ায়। যদিও সেটি ছিল নিতান্তই গুজব। তবে মা হতে চান কিয়ারা, এর পেছনে রয়েছে অভিনব এক কারণ। ৯ জুলাই (শনিবার) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদনে বলা হয়, সিদ্ধার্থ এবং কিয়ারার পরিচয় বহু বছরের। ২০১৮ সালে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় ‘লাস্ট স্টোরিজ’ ছবিটি। এই ছবির সাফল্য উদ্যাপন করতে একটি পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন সিদ্ধার্থও। সেখানেই আলাপ হয় দুজনের। সেই পার্টি থেকে সিদ্ধার্থ এবং কিয়ারার বন্ধুত্ব, কিন্তু সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। শেষে কর্ণ জোহরের ঘটকালিতেই বিয়ে হয় তাদের। এর মধ্যেই ফিরে ফিরে আসছে অভিনেত্রীর একটি পুরনো সাক্ষাৎকার।
এক সাক্ষাৎকারে কিয়ারা জানান, তিনি মা হতে চান। শুধু খাওয়ার জন্য। আসলে চেহারা ও যৌবন ধরে রাখতে খাওয়াদাওয়ার বিধিনিষেধ মানতেই হয় তারকাদের। নিয়মের একটু এদিক-ওদিক হলেও ওজন বৃদ্ধির চিন্তা। চিনি থেকে নুন, সবকিছুতেই কড়াকড়ি।
অভিনেত্রী আরও বলেন, আমি মা হতে চাই এই কারণে যে, যেমন ইচ্ছা খাবার খেতে পারব সেই সময়। পাশপাশি অভিনেত্রী জানান, ছেলেমেয়ে নিয়ে কোনো বিশেষ বাছবিচার নেই তার। শুধু চান সুস্থ সন্তান।
Posted ১১:৪৮ পূর্বাহ্ণ | শনিবার, ২৯ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh