বাংলাদেশ অনলাইন : | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
মা হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল । গত ৭ ফেব্রুয়ারি বিকাল ৩টা ৪৭ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছেলে সন্তানের জন্ম দেন তিনি। পিয়ার স্বামী ফারুক হাসান সামীর খবরটি নিশ্চিত করেছেন।
বাবা হওয়ার অনুভূতি জানিয়ে ফারুক বলেন, ‘আসলেই খুবই ইমোশনাল মুহূর্ত। যখন বাচ্চাটাকে আমার কোলে দিল, ও তো আমাকে দেখেই একটা চিৎকার দিল (কান্না করল)। আমি ওর হার্টবিট ফিল করলাম। ও খুবই অ্যাক্টিভ। এই কাঁদছে, হাত পা ছুড়ছে। খুব মিষ্টি দেখতে হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। কী যে ভালো লাগছে আর ভয় ভয় লাগছে। আমরা ওর নাম ঠিক করেছি অ্যারিস হাসান। আমি সিওর, অ্যারিস পিয়ার মতোই দুষ্টু হয়েছে।’
Posted ৭:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ ফেব্রুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh