বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল সংসদ সদস্য মিমি চক্রবর্তী। তবে কোনো ফোটোশ্যুট নয়। কিংবা কোনো কাজ নয়। বরং নিজের নতুন গান প্রকাশ নিয়ে খবরে এসেছেন নায়িকা। প্রকাশ্যে এসেছে আমার হিয়ার মাঝে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা মাত্রই তা ভাইরাল হয়েছে। ভিডিওটিও মন কেড়েছে দর্শকদের।
গানে ছিমছাম সাজে দেখা যাচ্ছে মিমিকে। সাদা শাড়ি ও সাদা রঙের স্লিভলেস ব্লাউজ পরেছেন মিমি। ঠোঁটে হালকা লিপস্টিক। খোলা চুল। সঙ্গে তাঁর কানে থাকা আকর্ষণীয় দুল নজর কেড়েছে সকলের। এই গান প্রকাশ্যে আসা মাত্র শয় শয় কমেন্ট পড়েছে গানে।
কমন্টে বক্সে এক ভক্ত লেখেন, কঠিন তোমাকে ছাড়া একদিন, এইটা এশ কিং এর সাথেই বের করেন প্লিজ। আরেকজন লেখেন, গান টা অনেক সুন্দর হয়েছে। আমার খুব খুব ভালো লেগেছে। পুরো মন ছুঁয়ে গেলো। এই রকম গান আরও চাই। আবার কেউ তাঁকে নিজের পছন্দের মানুষ বলে আখ্যা করেন। কেউ লেখেন, এই গান টুকু যে বারে বারে শুনেছেন। তেমনই এক ভক্ত বলেন, অসাধারণ। আবার কেউ বলেন সুন্দর গেয়েছেন। আবার কেউ লেখেন, গান টা অনেক সুন্দ হয়েছে দি।
Posted ১১:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh