বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২২ মার্চ ২০২১
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি। ছবি : সংগৃহীত
নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারি বলেছেন, মুজিববর্ষে বাংলাদেশের সঙ্গে নেপালের সম্পর্ক আরো দৃঢ় হবে। গত কয়েক বছরে বাংলাদেশ জনসংখ্যা নিয়ন্ত্রণ করেছে, দারিদ্রতা কমিয়েছে। বাংলাদেশের উন্নতি দেখে আমি আনন্দিত। বাংলাদেশ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ২২ মার্চ (সোমবার) বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের বক্তবে এ কথা বলেন তিনি।
মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে দু’দিনের সফরে ঢাকায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি। তিনি বলেন, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটনখাতে অনেক কাজ করার রয়েছে ৷ নেপালের জলবিদ্যুৎ ও বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস নিয়ে অনেক সম্ভাবনা রয়েছে৷
নেপালের রাষ্ট্রপতি বলেন, ‘শুধু আকাশপথ নয় বাংলাদেশের সঙ্গে সড়ক ও রেল পথেও গতিশীল যোগাযোগ ব্যবস্থা গড়র উঠবে। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দু’দেশকে একসাথে তথ্য বিনিময় করতে হবে৷ শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশ সমৃদ্ধ হবে।’
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করে বিকেলে জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ নেন বিদ্যাদেবী। এর পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাত ও নৈশভোজে অংশ নেবেন তিনি।
নেপালের রাষ্ট্রপতির এই সফরে দুই দেশের মধ্যে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও কৃষি খাতে সহযোগিতার ৪টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
সকাল ২২ মার্চ ১০টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। দেয়া হয় লালগালিচা সংবর্ধনা। গার্ড অব অনার জানায় সেনা, নৌ ও বিমান বাহিনীর চৌকস দল।
Posted ৪:৫০ অপরাহ্ণ | সোমবার, ২২ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh