নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
বক্তব্য রাখছেন প্রফেসর ড. রুহুল আমিন
গত ২৬ আগস্ট মুনা সেন্টার অফ জ্যামাইকা’র উইকএন্ড এবং সামার ইসলামিক স্কুল গ্রাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা, দাওয়াহ এন্ড ফেইথ অ্যাওয়ারনেস এর পরিচালক প্রফেসর ড. রুহুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন নিউইয়র্ক নর্থ জোন এর দাওয়াহ’র পরিচালক প্রফেসর দেলোয়ার মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টারের সভাপতি প্রফেসর শেখ জালালউদ্দীন। পুরস্কার বিতরণ করেন স্কুলের প্রশাসক সৈয়দ আবুল কালাম।
বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১২৩ জন ছাত্র, শিক্ষক এবং স্বেচ্ছাসেবককে পুরস্কার প্রদান করা হয়। সেরা ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদেরকে বিশেষ উপহার ও সনদ প্রদান করা হয়। শিশুদের প্রতিযোগিতার মধ্যে ছিলো আল কুরআন থেকে তিলাওয়াত (একক এবং দলগত), কীভাবে জানাজা’র সালাত পড়তে হয় তার একটি প্রদর্শনী এবং বিভিন্ন ইসলামিক সঙ্গীত। ড. রুহুল আমিন হাদীসের বরাত দিয়ে বলেন, আমরাই সেরা কারণ আমরা কুরআন শেখাচ্ছি এবং শিখছি। তিনি অল্প বয়স থেকেই শিশুদেরকে ইসলাম শেখানোর উপর জোর দেন।
এছাড়াও তিনি উল্লেখ করেন যে এই সেন্টার শীঘ্রই ‘কুরআনএকাডেমি ফর ইয়াংস্কলারস’ এর অংশ হবে। আমাদের শিশুদের মধ্যে যারা ভবিষ্যতে নেতা হবে তাদেরকে কবুল করার জন্য ড. রুহুল আমিন মুনাজাত করেন। শিক্ষার্থীদের মা-বাবা, শিক্ষক, স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থী সহ ২০০র ও বেশি অতিথি অনুষ্ঠানে অংশ নেন।
আগামী ১৬ সেপ্টেম্বর তারিখ থেকে পরবর্তী উইকএন্ড ক্লাস সেশন শুরু হবে। তথ্যের জন্য আগ্রহী সৈয়দ আবুল কালাম, মুনা সেন্টার অফ জ্যামাইকা, ১৯৬-৪৩ ফুটহিল অ্যাভিনিউ, হলিসউড, নিউইয়র্ক ১১৪২৩ ঠিকানায় অথবা (৭১৮) ৬২৭-৪৬২৫ ফোনে যোগাযোগ করতে পারেন।
Posted ১২:৫১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh