বাংলাদেশ অনলাইন : | রবিবার, ৩০ জুলাই ২০২৩
ফাইল ছবি
এশিয়া, ইউরোপ থেকে শুরু করে আফ্রিকা বা উত্তর আমেরিকা। পৃথিবীর প্রতিটি মহাদেশেই ছড়িয়ে রয়েছেন ইসলাম ধর্মাবলম্বীরা। কিন্তু সবচেয়ে বেশি মুসলিম বাস করেন কোন দেশে? অনেকেই হয়তো সেক্ষেত্রে নাম করবেন সউদী আরব বা সংযুক্ত আরব আমিরাত। মজার বিষয় হল কোনও আরব রাষ্ট্রই সর্বাধিক ইসলাম ধর্মাবলম্বীদের দেশ নয়। শুধু তাই নয়, বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার ১০টি দেশের মধ্যে নামই নেই মধ্য প্রাচ্যের এই দুই দেশের।
মুসলিম জনসংখ্যার বিচারে দশম স্থানে রয়েছে আফ্রিকার দেশ সুদান। সেখানকার বাসিন্দাদের ৩.৯৫ কোটি ইসলাম ধর্মাবলম্বী। নবম স্থানে রয়েছে আরেক আফ্রিকি দেশ আলজিরিয়া। এখানকার ৪.১২ কোটি মানুষ মুসলিম। এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে তুরস্ক। ইউরোপের একমাত্র মুসলিম দেশটির জনসংখ্যার ৭.৪৪ কোটি ইসলাম ধর্ম মেনে চলেন।
বিশ্বের একমাত্র শিয়া ধর্মের দেশ হিসেবে পরিচিতি রয়েছে ইরানের। সুপ্রাচীন পারস্য সভ্যতার বেলাভূমি পশ্চিম এশিয়ার এই দেশে বর্তমানে শুধুই ইসলাম ধর্মীদের বসবাস। প্রায় ৮.২৫ কোটি মুসলিম বাস করেন এই দেশে। জনসংখ্যার নিরিখে বিচার করলে ইরানের স্থান পৃথিবীতে সপ্তম। অন্যদিকে নীলনদের তীরেও মুসলিমদের বসবাস নেহাত কম নয়। ইসলামীয় জনসংখ্যার বিচারে মিশরের স্থান বিশ্বের মধ্যে ষষ্ঠ। মোট ৯ কোটি মুসলিম থাকেন উত্তর আফ্রিকার এই দেশে। এর ঠিক উপরেই রয়েছে নাইজেরিয়া। সেখানে মুসলিম জনসংখ্যা ৯.৫০ কোটি।
ভারতীয় উপমহাদেশের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম বাস করেন পাকিস্তানে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে তারা। পাঞ্জাব, সিন্ধু, বালুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া মিলিয়ে মোট ২১.২৩ মুসলিম বাস করেন পাকিস্তানে। দেশভাগের পর ইসলামীয় রাষ্ট্র হিসেবেই আত্মপ্রকাশ করে এই দেশ। ১৯৭১-এ জন্ম নেয়া বাংলাদেশে মুসলিম জনসংখ্যা বর্তমানে ১৫.৩৭ কোটি। ইসলামীয় জনসংখ্যার নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে এই তালিকায় ভারতের স্থান তৃতীয়। পাকিস্তানের চেয়ে সামান্য কিছু কম মুসলিম বাস করেন এই দেশে। এখানকার মোট মুসলিম জনসংখ্যা বর্তমানে প্রায় ২০ কোটি।
তবে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম বাস করেন ইন্দোনেশিয়ায়। দূর প্রাচ্যের দেশটিতে ২৩.১০ কোটি ইসলাম ধর্মাবলম্বীর বাস। এ এলাকার দেশগুলির মধ্যে মালয়েশিয়াকেও প্রচুর মুসলিম বাস করেন। যদিও তালিকায় প্রথম ১০-এ আসতে পারেনি দেশটি। তাৎপূর্ণ বিষয় হল মিলিতভাবে দেখতে গেলে ভারতীয় উপমহাদেশেই সবচেয়ে বেশি মুসলিম বাস করেন। সূত্র : টিওআই
Posted ১১:১৫ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ জুলাই ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh