বাংলাদেশ রিপোর্ট : | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি মেইনটেন্যান্স ওয়ার্কার হিসেবে প্রায় ১০০ দক্ষ লোককে নিয়োগ করবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে। এই পদে প্রারম্ভিক বেতনের পরিমাণ প্রতিঘন্টায় ২৯.৯৮ ডলার, যা বৃদ্ধি পেয়ে দুই বছর পর ৩১.১৬ ডলারে উন্নীত হবে। চাকুরি লাভের ৯০ দিন পর নিয়োগপ্রাপ্তরা ব্যাপক স্বাস্থ্য পরিকল্পনার আওতাভূক্ত হবেন। আবেদন ফি এর পরিমাণ ১৯২ ডলার।
এই পদে চাকুরির জন্য আগ্রহী প্রার্থীদের ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কন্সট্রাকশন বা বিল্ডিং মেইনটেন্যান্সের কাজে মেকানিক বা মেকানিক হেলপার হিসেবে তিন বছরের ফুলটাইম কাজের অভিজ্ঞতা; অথবা উপরোক্ত ক্ষেত্রগুলোতে কমপক্ষে দুই বছরের কাজে অভিজ্ঞতার পাশাপাশি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা কন্সট্রাকশনের উপর কোন ট্রেড বা ভোকেশনাল স্কুল থেকে ডিপ্লোমা থাকতে হবে। নিয়োগপ্রাপ্তদের সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করতে হবে। তবে তারা ওভারটাইম করার সুযোগও পেতে পারেন। অবিলম্বে নিয়োগ লাভের সুযোগ গ্রহণে আগ্রহীদের তাদের অভিজ্ঞতার বিবরণসহ জীবন বৃত্তান্ত hr.recruitment@nycha.nyc.gov ইমেইলে পাঠাতে বলা হয়েছে।
সকল প্রার্থীর যুক্তরাষ্ট্রে কাজ করার বৈধ অনুমতির প্রমাণ থাকতে হবে। এই পদে চাকুরিগুলো আপাতত স্থায়ী না হলেও দীর্ঘ সময় পর্যন্ত বহাল থাকবে, যা একবছর বা আরো অধিক সময়ের জন্য হতে পারে। তবে এই পদে নিয়োগপ্রাপ্তরা সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে স্থায়ী নিয়োগ লাভের সুযোগ গ্রহণ করতে পারবেন। এবছরই এ সংক্রান্ত নিয়োগের ঘোষণা দেয়ার সম্ভাবনা রয়েছে।
Posted ৮:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh