বাংলাদেশ অনলাইন : | সোমবার, ২১ আগস্ট ২০২৩
ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকন। অভিনয় দক্ষতা দিয়ে তৈরি করেছেন কোটি কোটি ভক্ত। দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। ইতিমধ্যে হলিউডেও নিজের মুগ্ধতা ছড়িয়েছেন। শুধু অভিনেত্রী হিসেবে নয়, নিজের ব্যবহার ও মিষ্টি স্বভাবের জন্যও বেশ জনপ্রিয় তিনি। তবে এবার ক্যামেরা দেখে মেজাজ হারালেন রণবীর পত্নী। সম্প্রতি এক শো’তে মঞ্চ মাতান তার স্বামী রণবীর সিং। এ সময় রণবীরের সঙ্গী ছিলেন আলিয়া ভাট।
শাশুড়ি অঞ্জু ভবানীকে সঙ্গে নিয়ে হাজির ছিলেন দীপিকা। সেখানেই আলোকচিত্রীদের দেখা মাত্রই মেজাজ হারান অভিনেত্রী। শো শেষে শাশুড়ির সঙ্গে মঞ্চের পেছনে গ্রিন রুমের দিকে যাচ্ছিলেন তিনি।
সেখানেই ঢুকে পড়েন আলোকচিত্রীরা। আর তাতেই চটে যান দীপিকা। বলেন, এটা কিন্তু ব্যাকস্টেজ। এখানে ক্যামেরা ঢোকার অনুমতি নেই। নিরাপত্তারক্ষীদেরও বলতে শোনা যায়, সহযোগিতা করুন, ব্যাকস্টেজে কেন ঢুকছেন! অভিনেত্রী আপত্তি জানাতেই স্টেজের পেছনের অংশ ছেড়ে বেরিয়ে যান আলোকচিত্রীরা।
তবে এমন আচরণে নেটপাড়ায় প্রশংসা কুড়িয়েছেন দীপিকা। ভিডিওতে অনেকেই কমেন্ট করে বলেন, মডেলরা ওখানে পোশাক বদলাচ্ছে, বিশ্রাম নিচ্ছেন, ওখানে কেন ক্যামেরা ঢুকেছে! কারও মন্তব্য, দীপিকা ঠিকই বলেছেন। কারও কথায়, দীপিকাই পারে আলোকচিত্রীদের সামলাতে।
Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩
Weekly Bangladesh | Weekly Bangladesh