রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ | ২৫ অগ্রহায়ণ ১৪৩০

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

মেয়র অ্যাডামসের ইসরাইল সফর নিয়ে নানা প্রশ্ন

বাংলাদেশ রিপোর্ট :   |   বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

মেয়র অ্যাডামসের ইসরাইল সফর নিয়ে নানা প্রশ্ন

ইসরাইলের প্রধানমন্ত্রীর সাথে নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস।

নিউইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস তার ঘর সামলাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন, অর্থ্যাৎ সিটিতে ক্রমেই বেড়ে চলা অপরাধসহ সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না, ঠিক তখন সংহতি প্রকাশের উদ্দেশে তার ইসরাইল সফর নিয়ে প্রশ্ন উঠেছে। গত সোমবার শুরু হওয়া তার তিনদিনের ইসরাইল সফর যেন ইসরাইলিদের প্রতি তার কোনো রীতি পালনের জন্য ছিল। এটা অনেকের জানা যে মেয়র এরিক অ্যাডামস নিউইয়র্কে বসবাসরত ইহুদিদের সবচেয়ে বড় গ্রুপ ‘হ্যাসিডিক জুইশ কমিউনিটি’র সঙ্গে শক্তিশালী সম্পর্ক বজায় রাখেন। এ সম্পর্ককে তিনি আরো জোরদার করতে করতেই ইসরাইল সফর করেছেন।

নিউইয়র্ক টাইমসের এক রিপোর্টে বলা হয়েছে যে, এরিক অ্যাডামসের জেরুসালেম ও তেলআবিব সফর ছিল ইসরাইলের জটিল এক রাজনৈতিক পরিস্থিতিতে, যখন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার চরম ডানপন্থী দলকে দেশটির স্বাধীন বিচার ব্যবস্থার কাছে নতি স্বীকার করেই থাকতে হচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে, ইসরাইলের ভবিষ্যৎ নির্ধারণের রাজনৈতিক লড়াইয়ে এটিই মুখ্য ইস্যু হয়ে দাঁড়াতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।


এই ইস্যুতে রাজনৈতিক বিভাজন ব্যাপক প্রতিবাদের সৃষ্টি করেছে, এ প্রতিবাদ উঠছে বিশেষ করে সেই অংশের পক্ষ থেকে, যারা ভয় করছে যে, ইসরাইল গণতান্ত্রিক ঐতিহ্য পরিত্যাগ করতে যাচ্ছে। একই সময়ে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি কঠোর পদক্ষেপ গ্রহণ করছে এবং প্রায় দুই দশকের মধ্যে পশ্চিম তীরে সবচেয়ে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে। নিউইয়র্ক সিটির চার বছর মেয়াদী মেয়র হিসেবে এরিক অ্যাডামসের দ্বিতীয় বছর চলছে। এ সিটিতে ইহুদিদের আল্ট্রা-অর্থডক্স কমিউনিটির সঙ্গে তার ঘনিষ্ট সম্পর্ক বিদ্যমান। মেয়রের অফিস সূত্রে বলা হয়েছে যে, এরিক অ্যাডমসের ইসরাইল সফরের উদ্দেশ্য হচ্ছে সেমিটিক বিরোধী অবস্থা মোকাবিলার জন্য ইসরাইলি কৌশল শেখা ও এ বিষয়ে বৃহত্তর সহযোগিতার জন্য আলোচনা করা।

গত সোমবার তিনি জেরুসালেমে বিভিন্ন ইহুদি গ্রুপের নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন এবং সিটির মেয়র মোশে লিয়নের সঙ্গে সাক্ষাৎ করেন। নিউইয়র্ক টাইমসের রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, ইসরাইলের বাইরে একমাত্র নিউইয়র্ক সিটিতেই ইহুদি জনসংখ্যা সর্বাধিক। কিন্তু মেয়রের ইসরাইলের চলমান রাজনৈতিক সংকটের মধ্যে এরিক অ্যাডামসের জেরুসালেম ও তেলআবিব সফরে তার সম্ভাব্য আলোচনায় কাক্সিক্ষত ফললাভ বাধাপ্রাপ্ত হতে পারে।


চলতি মাসের শুরুতে আমেরিকান কংগ্রেসে মাইনরিটি নেতা ব্রুকলিন থেকে নির্বাচিত কংগ্রেসম্যান হাকিম জেফ্রিস হাউজ ডেমোক্রেটদের সঙ্গে ইসরাইল সফরকালে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করার কারণে গণতন্ত্রী পন্থী সমর্থকদের দ্বারা কঠোরভাবে সমালোচিত হয়েছেন।

নিউইয়র্ক সিটির সাবেক মেয়র বিল ডি ব্লাজিও ২০১৫ সালে ইসরাইল সফর করেছেন এবং তখন তিনি বলেছিলেন যে, তিনি ফিলিস্তিনিদের সঙ্গে সাক্ষাৎ করতে চান। কিন্তু নিরাপত্তার প্রশ্নে তিনি পশ্চিম তীর সফর বাতিল করতে বাধ্য হন। বর্তমান মেয়র এরিক অ্যাডামস ভ্রমণ করতে ভালোবাসেন এবং ইতিপূর্বে তিনি দুই দফা ইসরাইল সফর করেছেন। নির্বাচনী প্রচারাভিযান চালানোর সময় তিনি বলেছেন যে, তিনি অবসর নেওয়ার পর ইসরাইলে কাটাতে চান এবং সম্ভব হলে গোলান হাইটসে।


নিউইয়র্ক টাইমস জানিয়েছে যে, মেয়র অ্যাডামসের ইসরাইল সফরের ব্যয় বহন করছে ‘ইউজেএ-ফেডারেশন অফ নিউইয়র্ক’ এবং ‘জুইশ কমিউনিটি রিলেশনস কাউন্সিল অফ নিউইয়র্ক’।

এরিক অ্যাডামস ২০২৫ সালে অনুষ্ঠিতব্য মেয়র নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হতে আগ্রহী এবং এজন্য নিউইয়র্ক সিটিতে বসবাসকারী ইহুদিদের সমর্থন এবং তার প্রতি ইসরাইলের ইতিবাচক মনোভাব প্রয়োজন।

advertisement

Posted ৩:৪৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৪ আগস্ট ২০২৩

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

85-59 168 Street, Jamaica, NY 11432

Tel: 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.