মেরিল্যান্ড : | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর মেরিল্যান্ড আগমন উপলক্ষে বালটিমোরে বাংলাদেশি মালিকানাধীন কিচেন অব ইন্ডিয়া রেস্টুরেন্টে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মেরিল্যান্ড স্টেট।
উক্ত অনুষ্ঠানে মেরিল্যান্ড স্টেট বিএনপি’র সভাপতি সাহিদ খান চৌধুরীর সভাপতিত্বে ও স্টেট বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজলের সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াত করেন মেরিল্যান্ড বিএনপি’র দপ্তর সম্পাদক তাহের মুজুমদারের কন্যা তাহনী মুজুমদার। বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর কবির বাবলু, বাবুল রহমান, বুলবুল মল্লিক ও মোবারক হোসেন লিটন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস। মুক্তিযুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর অবদান অনস্বীকার্য। তিনি বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের মাধ্যমে সকল শ্রেণি-পেশা, জাত, ধর্ম, বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশে প্রকৃত স্বাধীনতার সুফল ভোগ করার অধিকার প্রতিষ্ঠা করেছেন। আর অন্য যিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ না করে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে পাকিস্তানে আয়েশি জীবনযাপন করছেন তিনি কিনা স্বাধীনতার ঘোষক।
দীর্ঘ বক্তৃতায় মেরিল্যান্ড বিএনপি’র নেতা কমীদের প্রশ্নের উত্তরে বলেন সত্যিকারে যারা বিএনপি করে তারা চাঁদাবাজের সাথে জড়িত না। কিছু লোভী প্রকৃতির হাইব্রিড নেতা কর্মীরা এসব করছেন তারপরও আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যারা চাঁদাবাজিতে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন এবং তারা কোন প্রকার নির্বাচনে বিএনপির নমিনেশন পাবেন না।
সাধারণ সম্পাদক মোহাম্মদ কাজল প্রধান অতিথিকে ধন্যবাদ জানান এবং মেরিল্যান্ড বিএনপি গত ১৭ বছর কি করেছেন তার বিস্তর তুলে ধরেন। তিনি মেরিল্যান্ড বিএনপির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক ও তার স্ত্রী অসুস্থ ফারহানা ইসলাম লীনার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
সভাপতির তার সমাপনী বক্তব্যে বাংলাদেশে কী হচ্ছে এবং যারা চাঁদাবাজের সাথে জড়িত তাদের বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করেন প্রধান অথিতির কাছে। বিশেষ করে বাংলাদেশে তথা টাঙ্গাইলে নমিনিরা-যা করেছে তা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেন। পরিশেষে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Posted ১১:১৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh