নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
নিউইয়র্ক সিটির অন্যতম বৃহত্তম ইউনিয়ন ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭ ব্রুকলিন প্রেসিডেন্ট এরিক এডামসকে নিউইয়র্ক সিটি মেয়র পদে পূর্ণ সমর্থন দিয়েছে। ১৫০,০০০ সদস্য এবং ৫০,০০০ অবসরপ্রাপ্ত প্রতিনিধির ডিস্ট্রিক্ট কাউন্সিল-৩৭ গত ২৪ মার্চ এক সমাবেশে মেয়রের পদে আনুষ্ঠানিকভাবে সমর্থন করেন। অনুষ্ঠানে ডিস্ট্রিক্ট কাউন্সিল ৩৭-এর এএফএসসিএমইয়ের নির্বাহী পরিচালক হেনরি গ্যারিডো বলেন, এরিক প্রথম থেকেই জনসেবায় তাঁর এই ইউনিয়নের বন্ধু ছিলেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন র্যালি, প্রতিবাদ সমাবেশে আমাদের সাথে ছিলেন এবং মিছিল করেছেন। তিনি জানেন যে, নিউইয়র্ক সিটি যখন সাফল্য লাভ করে, তখন তার কর্মীরাও সাফল্য লাভ করে। এডামস এরিক ব্লু-কলার মেয়র হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আমাদের শ্রমিকদের প্রাপ্য শ্রমের বন্ধু। বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস বলেন, “আমি শ্রমজীবী মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি, প্রাপ্ত বয়স্কদের আরও ভালো মজুরি, আরও সাশ্রয়ী মূল্যের আবাসন, স্বাস্থ্যসেবা এবং রাস্তায় চলাফেরা নিশ্চিতের জন্য। এখন আমাদের অতীতের বৈষম্যগুলো সংশোধন করার এবং এই শহরে শ্রমজীবী লোকদের প্রথম স্থান দেওয়ার সুযোগ রয়েছে। এখন সময় যারা এই শহরটিকে চালিত করে এমন লোকের। আমাদের আন্দোলন এবং আমাদের গতি বাড়ার সাথে সাথে ডিসি ৩৭ এর সমর্থন পেয়ে আমি খুবই সম্মানিত বোধ করছি।
ডিসি ৩৭ ছাড়াও অ্যাডামসকে সম্প্রতি হোটেল ট্রেডস কাউন্সিল, ওপিজিইউ লোকাল ১৫৩ এবং ৩২ বিজে এসইআইইউ সমর্থন দিয়েছিল। এবং অ্যাডামস স্টেট সেন্সসহ একাধিক বিশিষ্ট নির্বাচিত কর্মকর্তা অ্যাডামসকে সমর্থন করেছেন। তাদের মধ্যে স্টেট সিনেটর ডায়ান সাভিনো, রক্সান পার্সাউড এবং অ্যান্ড্রু গৌনার্ডেস; অ্যাস্মস। রডনেস বিচোট হার্মেলিন, ইনিজ ডিকেন্স, জাইম উইলিয়ামস, পিটার অ্যাবাট, জেনিফার রাজকুমার, এরিক দিলান, কাউন্সিলের সদস্য অ্যালিকা আম্প্রি-স্যামুয়েল, জাস্টিন ব্রানানান, লরি কাম্বো, ডারমা ডিয়াজ, ফারাহ লুই, ডানিক মিলার, অ্যালান মাইসেল, ফ্রান্সিসকো মোয়া এবং ইদানিস রদ্রিগে, সাবেক কংগ্রেসম্যান চার্লস রেঞ্জেল এবং এডলফাস টাউনস, ব্রঙ্কসের ডেপুটি বরো প্রাক্তন সভাপতি এবং দীর্ঘ সময়ের অ্যাসেম্বলি মেম্বার অরেলিয়া গ্রিন।
Posted ১০:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh