বাংলাদেশ অনলাইন : | শনিবার, ১৭ মে ২০২৫
ইলন মাস্ক-অ্যাম্বার হার্ড। ছবি : সংগৃহীত
হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড যমজ সন্তানের জন্ম দিয়েছেন। রবিবার (১১ মে) মা দিবসে ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে ৩৯ বছর বয়সী এই অভিনেত্রী সুখবরটি জানিয়েছেন। যেখানে দেখা যায় তিন জোড়া পা। সেই ছবি শেয়ার করে অভিনেত্রী জানিয়েছেন আবারও মা হওয়ার কথা। তার যমজ সন্তানের মধ্যে অভিনেত্রী মেয়ের নাম রেখেছেন অ্যাগনেস এবং ছেলের নাম রেখেছেন ওশান।
এদিকে অ্যাম্বারের সুখবরে ভক্তরা যেমন উচ্ছ্বসিত, তেমনি আলোচনা শুরু হয়েছে তার সন্তানদের বাবার পরিচয় নিয়ে। নিজের সন্তান জন্মদানের খবরে সন্তানদের পিতৃ পরিচয় উল্লেখ করেননি এ অভিনেত্রী। তাই ভক্তদের কৌতুহল যেন আরো বেড়ে গেছে বহুগুন। প্রশ্ন উঠছে, অ্যাম্বারের সদ্য ভুমিষ্ঠ যমজ সন্তানের বাবা কে?
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সামাজিক মাধ্যমে অ্যাম্বারের সন্তান জন্মদানের খবরে শুরু হয়েছে আলোচনা। যে নামটি সর্বাধিক উচ্চারিত হচ্ছে সেটি ইলন মাস্ক। বিশ্বের অন্যতম সেরা এ ধনীই অ্যাম্বারের সন্তানদের পিতা, এমনটাই দাবি করছেন নেটিজেনরা।
অ্যাম্বার ও ইলন মাস্কের সম্পর্ক ছিল একসময়ের বেশ আলোচিত অধ্যায়। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য সম্পর্কে ছিলেন অ্যাম্বার ও ইলন। এরপর ২০২২ সালে একটি ব্রিটিশ ট্যাবলয়েড ‘ডেইলি মেইল’-এ প্রকাশিত হয়, অ্যাম্বার ও ইলন নাকি একসময় একসঙ্গে সন্তান নেয়ার পরিকল্পনা করেছিলেন এবং সে সময় কিছু এম্ব্রিও সংরক্ষণ করা হয়েছিল। সেই রিপোর্ট অনুযায়ী, সম্পর্ক ভেঙে যাওয়ার পর হলন মাস্ক চাইতেন এগুলো ধ্বংস করে দেয়া হোক, কিন্তু অ্যাম্বার তা রাখতে চেয়েছিলেন। যদিও বিষয়টি নিয়ে কখনোই তারা প্রকাশ্যে কিছু বলেননি।
Posted ৬:০৭ অপরাহ্ণ | শনিবার, ১৭ মে ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh