বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
যুক্তরাজ্যে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে ৮ ডিসেম্বর (মঙ্গলবার)। ৯০ বছর বয়সী এক নারী প্রথম এই টিকা পেয়েছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ফাইজারের করোনার টিকা প্রথম যিনি পেয়েছেন- তার নাম মার্গারেট কেনান। তিনি নর্দান আয়ারল্যান্ডের বাসিন্দা। মার্গারেট কেনান বলেছেন, টিকা নিতে পেরে তিনি নিজেকে খুবই ভাগ্যবান মনে করছেন। আগামী সপ্তাহে মার্গারেট কেনান ৯১ বছরে পা রাখবেন। জন্মদিনের ঠিক আগে করোনার টিকা পেয়ে তিনি বেশ উৎফুল্ল। এ প্রসঙ্গে মার্গারেট কেনান বলেন, ‘এটা জন্মদিনের সেরা আগাম উপহার।’ কেনান বলেন, ‘আমার পরিবার এবং বন্ধুদের সঙ্গে আগামী বছরটা আমি ভালোভাবে কাটাতে পারব।’
ট্রায়ালের বাইরে বিশ্বে এই প্রথম কোনো ব্যক্তিকে ফাইজার ও বায়োএনটেকের যৌথ উদ্যোগে তৈরি করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা দেওয়া হলো। এর মধ্য দিয়ে যুক্তরাজ্যে ব্যাপকভাবে করোনার টিকা দেওয়ার কার্যক্রম শুরু হলো।
যুক্তরাজ্যের কর্তৃপক্ষ জানিয়েছে, করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাবেন। ইংল্যান্ডের পাশাপাশি স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডে আজ থেকে টিকা দেওয়ার কাজ শুরু করার কথা আগেই ঘোষণা দেয় যুক্তরাজ্য সরকার। এ জন্য হাসপাতালও নির্ধারণ করে রাখা হয়েছে।
করোনার এই টিকা কার্যক্রমকে যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের টিকা কার্যক্রম হিসেবে অভিহিত করছে দেশটির কর্তৃপক্ষ। গত ২ ডিসেম্বর যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের টিকা ব্যবহারের অনুমোদন দেয়। যুক্তরাজ্যই বিশ্বের প্রথম দেশ, যারা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।
Posted ৩:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৮ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh