বাংলাদেশ অনলাইন | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
ছবি: সংগৃহীত
যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শেষে চলছে ভোট গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফল থেকে দেখা গেছে প্রায় ১৪ বছর ধরে একটানা ক্ষমতায় থাকার পর রক্ষণশীল টোরি দলের চেয়ে অনেকটাই এগিয়ে আছে কিয়ার স্টারমারের লেবার পার্টি। যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লেবার নেতা কিয়ার স্টারমার।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শেষে প্রকাশিত বুথ ফেরত জরিপে বিরোধী দল লেবার পার্টির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার আভাস পাওয়া গেছে। জরিপে বলা হয়েছে, দলটি ৪১০টি আসনে জয় পেতে পারে। অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি ১৩১টি আসনে জয় পেতে পারে।
এছাড়া ৬১টি আসনে জয়ী হয়ে তৃতীয় অবস্থানে থাকতে পারে লিবারেল ডেমোক্রেটিক পার্টি। রিফর্ম ইউকে ১৩টি, স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি ১০টি এবং স্বতন্ত্র প্রার্থীসহ অন্য দলের ২৫টি আসনে জয়ের আভাস দেওয়া হয়েছে জরিপে। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, লেবার পার্টি ১১১ টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি ১৫টি এবং কনজারভেটিভ পার্টি ৭ টি আসনে জয় লাভ করেছে।
ভোটগ্রহণ শেষে সোশ্যাল মিডিয়ায় কিয়ার স্টারমার বলেছেন, ধন্যবাদ প্রত্যেককে যারা আমাদের ভোট দিয়েছেন এবং আমাদের লেবার পার্টিতে তাদের আস্থা রেখেছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির জ্যাকব রিস-মগ এটিকে পার্টির জন্য ‘একটি ভয়ানক রাত বলে’ অভিহিত করেছেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কনজারভেটিভ পার্টি এতকাল ক্ষমতায় থাকলেও দলের মধ্যে চরম কোন্দল ও অস্থিরতা জনপ্রিয়তা কমার অন্যতম কারণ। গত আট বছরে পাঁচ বার প্রধানমন্ত্রী বদল হয়েছে। ফলে ভোটাররা দেশের নেতৃত্বে পরিবর্তন চাইছেন।
Posted ৮:৪৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ জুলাই ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh