বাংলাদেশ অনলাইন ডেস্ক : | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
করোনাভাইরাসের থাবায় নতুন বছরের প্রথম দিনে যুক্তরাষ্ট্রে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটির বেশি। জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।
জন্স হপকিন্সের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে দুই কোটি এক লাখ ২৮ হাজার ৬৯৩ জন এবং মৃতের সংখ্যা তিন লাখ ৪৭ হাজার ৭৮৮। একক দেশ হিসেবে আক্রান্ত ও মৃতের এই সংখ্যা বিশ্বে সর্বাধিক।
দৈনিক হিসাবে গত ৩০ ডিসেম্বর একদিনে যুক্তরাষ্ট্রে তিন হাজার ৯০০ মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে গতকাল শুক্রবার নাগাদ এক লাখ ২৫ হাজারের বেশি রোগী হাসপাতালে চিকিৎসাধীন ছিল।
এদিকে, যুক্তরাষ্ট্র গণটিকাদান কার্যক্রম জোরদার করেছে। ২৮ লাখ মানুষকে এরই মধ্যে প্রথম ধাপে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি)।
Posted ৭:০১ পূর্বাহ্ণ | শনিবার, ০২ জানুয়ারি ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh