বাংলাদেশ অনলাইন : | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
ছবি : সংগৃহীত
সপ্তাহ ঘুরলেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এ উপলক্ষে গত মাস থেকেই বিভিন্ন অঙ্গরাজ্যে আগে থেকেই চলছিলো ভোটগ্রহণ। তবে এবারের নির্বাচনে আগাম ভোটেই ঘটল সহিংসতা।
ওরেগন অঙ্গরাজ্যে আগাম ভোট গ্রহণের জন্য রাখা দুটি ব্যালট ড্রপ বাক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে শত শত ব্যালট নষ্ট হয়ে গেছে। কর্তৃপক্ষের ধারণা, দুটি ঘটনার মধ্যে যোগসূত্র আছে।
গতকাল ২৮ অক্টোবর (সোমবার) ভোরে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে একটি ড্রপ বাক্সকে লক্ষ্যবস্তু করা হয়। কয়েক ঘণ্টা পর ওয়াশিংটনের ভ্যানক্যুভারে আরেকটি ড্রপ বাক্সে আগুন দেওয়া হয়।
ওয়াশিংটন অঙ্গরাজ্যের ক্লার্ক কাউন্টির নির্বাচিত নিরীক্ষক গ্রেগ কিমসি বলেন, এটা হৃদয়বিদারক ঘটনা। ভ্যানক্যুভার শহর ক্লার্ক কাউন্টির অন্তর্গত। সাংবাদিকদের কিমসি আরও বলেন, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত।
কিমসি সাংবাদিকদের বলেন, এটি গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত। দুটি ড্রপ বাক্সেই আগুন–প্রতিরোধী ব্যবস্থা সংযুক্ত ছিল। তবে ভ্যানকুভারের বাক্সটি ঠিকঠাক কাজ করেনি। এতে শত শত ব্যালট নষ্ট হয়ে গেছে।
পোর্টল্যান্ডের কর্মকর্তাদের ধারণা, সেখানে গতকালের ঘটনায় মাত্র তিনটি ব্যালট ধ্বংস হয়েছে।
Posted ১০:৪৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০২৪
Weekly Bangladesh | Weekly Bangladesh