রবিবার, ১৩ জুলাই ২০২৫ | ৩০ আষাঢ় ১৪৩২

Weekly Bangladesh নিউইয়র্ক থেকে প্রকাশিত
নিউইয়র্ক থেকে প্রকাশিত

জ্যামাইকা মুসলিম সেন্টারের সর্ববৃহৎ জামাত

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

বাংলাদেশ ডেস্ক :   |   বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত

জ্যামাইকা মুসলিম সেন্টারের সর্ববৃহৎ জামাত

যুক্তরাষ্ট্রে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে গত ৩০ মার্চ রোববার। বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় খোলা মাঠে, রাস্তা ও মসজিদে ঈদ জামাতে ঢল নামে মানুষের। নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটে বসবাসরত মুসলমানগণ বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে এদিন পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নিÑএই মর্মে ৩১ মার্চ সোমবারও ঈদের নামাজ আদায় করা হয়েছে অনেক মসজিদে। ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে প্রতিটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। এসকল জামাত সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১ টার মধ্যে অনুষ্ঠিত হয়। রোববার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কর্মস্থলে ছুটির প্রয়োজন হয়নি এবং শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ ছিল। ফলে মুসলিম আমেরিকান শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যে ঈদের আনন্দ উপভোগ করেন। ঈদে প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের ঘরে ঘরে ছিল বিশেষ আনন্দ। অবৈধ ইমিগ্রান্ট ধরপাকড়ের মধ্যে অনেকের আতংক থাকলেও তার প্রভাব ঈদে পড়েনি। ঈদ জামাত উপলক্ষে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

জামাতগুলোতে ঈদুল ফিতরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন ইমামগণ। নামাজ শেষে মিলাদ ও মুসলিম বিশ্বসহ সমগ্র মানবতার কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

নিউইয়র্কে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাবাজার জামে মসজিদ, নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার, জ্যাকসন হাইটস মোহাম্মদী সেন্টার, পার্কচেস্টার জামে মসজিদ, মসজিদ আল আমান, আল আমিন মসজিদ, বাংলাদেশ মুসলিম সেন্টার, আসসাফা ইসলামিক সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, ফুলতলী ইসলামিক সেন্টার এন্ড মসজিদ, জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার, সানিসাইড মসজিদ, মসজিদ আবু হুরায়রা, দারুস সুন্নাহ জামে মসজিদ, আল ফোরকান জামে মসজিদ, আমেরিকান মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ বিলাল, গাউছিয়া মসজিদ, পার্কচেস্টার ইসলামিক সেন্টার, ব্রঙ্কস মুসলিম সেন্টার, দারুস সুন্নাহ নিউইয়র্ক মসজিদ অ্যান্ড ইসলামিক সেন্টারসহ বিভিন্ন মসজিদের ব্যবস্থাপনায় ঈদের বৃহৎ জামায়াত অনুষ্ঠিত হয়।

এছাড়াও যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউজার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি’র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও দেড় শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

ঈদের আগের রাতে (২৯ মার্চ) নিউইয়র্কের জ্যাকসন হাইটস, পার্কচেস্টার জ্যামাইকা, চার্চ ম্যাকডোনাল্ড এলাকায় হাজারো প্রবাসী বাংলাদেশি চাঁদনি রাত উৎসবে মেতে উঠেছিলেন। মধ্যরাত অবধি রাস্তার ধারে পসরা বসিয়ে মেয়েদের হাতে মেহেদি লাগিয়েছেন। পাশাপাশি ছিল সংগীত উৎসবের। আঁতশবাজিতে মেতে উঠেছিলেন তরুণ ছেলে-মেয়েরা।

যুক্তরাষ্ট্রজুড়ে প্রায় ২ হাজারের বেশি ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। তবে সবচেয়ে বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে নিউইয়র্কের জ্যামাইকায়। প্রবাসী বাংলাদেশিদের বৃহৎ মসজিদ জ্যামাইকা মুসলিম সেন্টার এই ঈদ জামায়াতের আয়োজন করে। স্থানীয় টমাস এডিসন হাইস্কুল মাঠে প্রায় ১০ সহস্রাধিক মুসল্লি এ জামায়াতে অংশ নেন। ঈদের নামাজে ইমামতি করেন জেএমসির খতিব ও পেশ ইমাম মাওলানা মির্জা আবু জাফর বেগ। খুৎবা পাঠ করেন জেএমসির ইমাম শামসে আলী। নামাজরে পর মোনাজাত পরিচালনা করেন মাওলানা মির্জা আবু জাফর বেগ। মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।

নামাজের পূর্বে শুভেচ্ছা বক্তব্য দেন মূলধারার রাজনীতিক ও অফিসিয়ালদের মধ্যে স্টেট সিনেটর জন সি ল্যু, স্টেট অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন ও জোহরান মামদানী, নিউইয়র্ক সিটির পাবলিক অ্যাডভোকেট জুমানি উইলিয়ামস, বাংলাদেশী-আমেরিকান জাজ সোমা সাঈদ, জেএমসি’র ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ডা. নাজমুল এইচ আলম, সভাপতি ডা. মোহাম্মদ এম রহমান তুহিন শুভেচ্ছা বক্তব্য রাখেন। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেএমসি’র সাধারণ সম্পাদক আফতাব মান্নান।

জ্যামাইকার দারুস সালাম মসজিদে পবিত্র ঈদুল ফিতরের চারটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে ইমামতি করেন মসজিদের খতিব মাওলানা আবুল মুকিত। দ্বিতীয় জামাতে হাফেজ মাওলানা মাহমুদ, ৩য় জামাতে হাফেজ আশরাফ আহমেদ এবং ৪র্থ জামাতের ইমামতি করেন মাওলানা মোহাম্মদ আলী। প্রতিটি জামাতেই বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। জ্যামাইকার আল আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের চারটি জামাত সকাল ৭, ৮, ৯ এবং সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।

উডসাইড মসজিদে তিনটি ঈদ জামাত

উডসাইডে বায়তুল জান্নাহ মসজিদে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তিন জামাতে দেড় হাজারের অধিক মুসল্লি অংশগ্রহণ করেন। শেষ জামাতে রেকর্ড সংখ্যক নারী মুসল্লি অংশগ্রহণ করেন।

এস্টোরিয়ার আল আমিন জামে মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে সকাল সাড়ে ৮টায় আয়োজিত ঈদ জামাতে ইমামতি করেন হাফেজ মওলানা লুৎফুর রহমান চৌধুরী। ঈদ জামাতের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য দেন মসজিদ কমিটির সভাপতি শাহাব উদ্দিন এবং সাধারণ সম্পাদক আমীর হোসেন। মসজিদ সংলগ্ন ৩৬ স্ট্রিটের উপর খোলা রাস্তায় এই জামাত অনুষ্ঠিত হয়েছে।

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় নিউইয়র্ক ঈদগাহর উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় পাঁচটি। প্রথম জামাত সকাল ৭টায় শুরু হয়। এরপর একে একে ৮টা, ৯টা, ১০টা, ১১টায় ৪টি জামাত অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক ঈদগাহ’র ঈদ আয়োজনে পাঁচজন ইমামের দু’জনই ছিলেন নতুন প্রজন্মের। তারা হলেন হাফেজ কারী মুসতানজিদ বিল্লাহ রাব্বানী ও হাফেজ মুসতাঈন বিল্লাহ রাব্বানী। মুসল্লিরা তাঁদের পিছনে নামাজ আদায় করতে পেরে ছিলেন দারুণ প্রফুল্ল। আরো যে তিনজন ইমাম ছিলেন, তারা হলেন শাইখ কারী আবু খায়ের, শায়েখ মাওলানা হাফেজ আতীকুল্লাহ বদরপুরী ও শায়খ হাফেজ কারি আলম কাবাবিশী। ঈদ জামাতগুলোর সার্বিক পরিচালনায় ছিলেন মোহাম্মদী সেন্টার ও নিউইয়র্ক ঈদগাহর প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যূম।

মুনা সেন্টার অব আমেরিকার উদ্যোগে ওজনপার্কের ৮০-৫০ পিটকিন এভিনিউস্থ নিজস্ব ভবনে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মওলানা আবু উবায়দা। দুই হাজারোধিক নর-নারী এতে ঈদের নামাজ আদায় করেন। নামাজের আগে ব্রুকলীন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গাঞ্জালা শুভেচ্ছা বক্তব্য রাখেন।

নিউইয়র্কের হাজী ক্যাম্প মসজিদ হিসেবে পরিচিত জ্যামাইকার মসজিদ মিশন সেন্টারের উদ্যোগে মসজিদ ভবনে তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, ৮টা ও ৯টায়। এতে শত শত নর-নারী পরিবার-পরিজন নিয়ে ঈদের নামাজ আদায় করেন।

আমেরিকান ইসলামিক সেন্টারের উদ্যোগে মোট পাঁচটি ঈদ জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় প্রথম ও দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হয় মসজিদের ভেতরে, তৃতীয় জামাত সকাল ৯টায়, চতুর্থ জামাত সকাল ১০টায় এবং পঞ্চম জামাত বেলা এগারোটায় পার্কে অনুষ্ঠিত হয়।

আল কুবা ইসলামিক সেন্টার অব জ্যামাইকার উদ্যোগে সাউথ জ্যামাইকার পিএস ৫০ স্কুলের মাঠে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা আরাফাত রহমানের ইমামতিতে এই জামাতে বিপুলসংখ্যক মানুষের সমাগম হয়।

ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে পবিত্র ঈদুল ফিতরের বিশাল দু’টি জামায়াত অনুষ্ঠিত হয়। মসজিদের নিকটবর্তী খোলা মাঠে (পিএস ১০৬, ২১২০ সেইন্ট রেমন্ডস এভিনিউ, ব্রঙ্কস, নিউইয়র্ক ১০৪৬২) গত ৩০ মার্চ সকাল ৮টা এবং সকাল ৯টায় এ জামায়াত দু’টি অনুষ্ঠিত হয়। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল মুসল্লী এই ঈদ জামাতে অংশ নেন।

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের উদ্যোগে খোলা মাঠে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ সকাল ৯টায় ব্রঙ্কসের ওভাল পার্কের খোলা মাঠে এই ঈদ জামায়াত আয়োজন করা হয়। নামাজে ইমামতি করেন মসজিদের ইমাম ও খতীব শায়েখ আল্লামা মুহাম্মদ সাইফুল আজম বাবর আল আজহারী। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক মুসল্লি এই ঈদ জামাতে অংশ নেন।

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫

Weekly Bangladesh |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Dr. Mohammed Wazed A Khan, President & Editor
Anwar Hossain Manju, Advisor, Editorial Board
Corporate Office

86-47 164th Street, Suite#BH
Jamaica, New York 11432

Tel: 917-304-3912, 718-523-6299 Fax: 718-206-2579

E-mail: [email protected]

Web: weeklybangladeshusa.com

Facebook: fb/weeklybangladeshusa.com

Mohammed Dinaj Khan,
Vice President
Florida Office

1610 NW 3rd Street
Deerfield Beach, FL 33442

Jackson Heights Office

37-55, 72 Street, Jackson Heights, NY 11372, Tel: 718-255-1158

Published by News Bangladesh Inc.