বাংলাদেশ ডেস্ক : | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
জ্যামাইকা মুসলিম সেন্টারের ঈদ জামাত।
যুক্তরাষ্ট্রজুড়ে ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ৬ জুন শুক্রবার নিউইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, জর্জিয়া, পেনসিলভেনিয়া, নিউজার্সি, ভার্জিনিয়া, মিশিগানসহ যুক্তরাষ্ট্রের প্রায় সব অঙ্গরাজ্যের তিন হাজারেরও বেশি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাত শেষে মুসল্লিরা পশু কোরবানি দেন। অনেকে স্থানীয় খামার থেকে গরু ও ছাগল সংগ্রহ করে নিজেরা কোরবানি দিয়েছেন। আবার অনেকে সুপার মার্কেটের মাধ্যমে কোরবানি সম্পন্ন করেন। কমিউনিটি সূত্রে জানা গেছে, এ বছর প্রায় ৫০ হাজার প্রবাসী এই প্রক্রিয়ায় কোরবানি দিয়েছেন।অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মসজিদগুলোয় ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের অনেকেই গাজায় ইসরায়েলি হামলা বন্ধে মুসলিম বিশ্বের জোরালো ভূমিকার আহ্বান জানান।
খুৎবায় ইমামগণ গাজায় নিহতদের জন্য দোয়া করেন এবং মুসলিম উম্মাহর ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।প্রতি বছরের ন্যায় এবারও নিউইয়র্কে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি) আয়োজিত স্থানীয় টমাস এডিসন স্কুলের প্লে গ্রাউন্ডে। সকাল ৮টায় অনুষ্ঠিত এই জামাতে সর্বস্তরের ১০ হাজারেরও বেশি নর-নারী অংশ নেন বলে সংশ্লিষ্টরা জানান।
এদিকে ঈদের দিন চমৎকার আবহাওয়া থাকায় ঈদের সকল জমাতেই সর্বস্তরের বিপুলসংখ্যক নর-নারী অংশ নেন। ফলে ঈদের জামাতগুলো উৎসবমুখর হয়ে উঠে। ঈদের নামাজ শেষে মসল্লিরা একে অপরের সাথে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর অনেকেই ফার্মে গিয়ে পছন্দের পশু কোরবানি দেন।
পরবর্তীতে সন্ধ্যার দিক আন্তীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন।
জেএমসিতে জামাতের আগে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইয়র্কের ল্যাফটেন্যান্ট গভর্নর অ্যান্তনীয় ডেলগাডো, নিউইয়র্ক সিটির আসন্ন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও স্টেট অ্যাসেম্বলিম্যান জোহরান মামদানি, সিটি কাউন্সিলের স্পিকার অ্যাডরিয়ানি অ্যাডামস, সিটির কম্পট্রোলার পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ম্যানহাটান বরো প্রেসিডেন্ট মার্ক লেভিনকুইন্স, কুইন্স বরো প্রেসিডেন্ট ডনোবান রিচার্ড, সিটি কাউন্সিলওম্যান নাতাশা উইলিয়ামস ও লিন্ডা লি, সিটি কাউন্সিলম্যান জাস্টিস ব্রানান, সিটি কাউন্সিলম্যান জিম এফ জিনারো, জেএমসি’র ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ডা. নাজমুল খান, পরিচালনা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ রহমান প্রমুখ।
এই পর্ব পরিচালনা করেন সেক্রেটারি আফতাব মান্নান ও জয়েন্ট সেক্রেটারি ফখরুল ইসলাম দেলোয়ার।
ডেমোক্রাটিক পার্টির মেয়র প্রার্থী জোহরান মামদানি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা যেন ন্যায়ের পক্ষে রুখে দাঁড়াই, প্রশাসনিক বৈষম্য দূর করতে ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে ভোটাধিকার প্রয়োগ করি।জামাতে ইমামতি, খুতবা পাঠ এবং বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইমাম শামসে আলী। ঈদের জামাত শেষে বিশেষ মোনাজাতে মুসলিম উম্মার ঐক্য, সৌহার্দ্য-সমৃদ্ধি ছাড়াও ফিলিস্তিনীদের উপর ইসরাইলের নিপীড়ন-নির্যাতন এবং যুদ্ধ বন্ধ কামনা করা হয়।
জ্যামাইকার আরাফা ইসলামিক সেন্টারের উদ্যোগে নবনির্মত মসজিদ ভবনে (৮৮-৪৯ ১৭৯ প্লেস, জ্যামাইকা, নিউইয়র্ক ১১৪৩২) ঈদুল আজহার তিনটি জামাত হয় যথাক্রমে সকাল ৬টায়, সকাল ৮টায় এবং ৯টায়।
মসজিদ মিশন সেন্টারের (হাজী ক্যাম্প মসজিদ) উদ্যোগে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে সকাল সোয়া ৬টায় এবং সোয়া ৭টায় মসজিদ ভবনে এবং সকাল সাড়ে ৮টায় স্থানীয় মেজর মার্ক পার্কে প্রথমবারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
আমেরিকা মুসলিম সেন্টারের (এএমসি) উদ্যোগে ঈদের জামাত হয় ৫টি। সকাল ৬টা, সকাল ৭টা ও সকাল ৮টায় এএমসি ভবনে এবং সকাল সাড়ে ৯টায় এবং সকাল সাড়ে ১০টায় স্থানীয় রুফস কিং পার্ক মাঠে আরো দুটি জামাত অনুষ্টিত হয়।
ম্যানহাটানের মদিনা মসজিদের উদ্যোগে একটি জামাত হয় সকাল সাড়ে ৮টায় মসজিদ সংলগ্ন পার্কে।
মুনা সেন্টার অব জ্যাকসন হাইটস-এর মসজিদ নামিরায় উদ্যোগে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৬টা ও সকাল ৮টায় মসজিদ সংলগ্ন মাঠে। মুনা সেন্টার অব জ্যামাইকা’র মসজিদ আর রায়য়ান-এর ঈদের জামাত হয় ২টি যথাক্রমে সকাল ৭টা ও সকাল সোয়া ৮টায়।
উডসাইড বায়তুল জান্নাহ মসজিদে ঈদুল আযহার তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। তিন জামাতে সহস্রাধিক মুসল্লি নামাজ আদায় করেন। জামাতগুলো মসজিদ সংলগ্ন ৬২ স্ট্রিট ও ৩৯ এভিনিউয়ে অনুষ্ঠিত হয়। তৃতীয় জামাতে উলে।লখযোগ্য সংখ্যক মহিলা অংশগ্রহণ করেন।
ব্রুকলীনের বায়তুল জান্নাহ মসজিদের উদ্যোগে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হয়। এরমধ্যে মসজিদে প্রথম জামাত হয় সকাল ৫টা ৪৫ মিনিটে, দ্বিতীয় জামাত হয় সকাল সোয়া ৬ টায় এবং তৃতীয় জামাত হয় সকাল ৭টায়। এছাড়াও চতুর্থ জামাত অনুষ্ঠিত হয় মসজিদ সংলগ্ন চার্চ-ম্যাকডোনাল্ড রাস্তার উপর সকাল ৮টায়।
ব্রুকলীনের বায়তুল মামুর মসজিদ এন্ড কমিউনিটি সেন্টারের উদ্যোগে মসজিদ সংলগ্ন খোলা রাস্তায় সকাল সাড়ে ৭টায় ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন ইমাম ও খতিব মওলানা দেলোয়ার হোসাইন। এতে বিপুল সংখ্যক দেশী-বিদেশী সর্বস্তরের মুসলিম নর-নারী অংশ নেন।
এস্টোরিয়ার আল-আমীন মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের উদ্যোগে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায় মসজিদ সংলগ্ন স্থানীয় ৩৬ ষ্ট্রিটে (৩৬ ও ৩৭ এভিনিউর মাঝে) খোলা রাস্তায়। এছাড়াও লং আইল্যান্ড সিটিতে (এস্টোরিয়া) বসবাসরত প্রবাসীদের উদ্যোগে ইষ্ট রিভারের পাশে খেলার মাঠে প্রথমববারের মতো ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টায়।
ব্রুকলীনে বাংলাদেশ মুসলিম সেন্টারের উদ্যোগে ঈদের জামাত হয় দুটি যথাক্রমে ৬টায় ও সকাল সাড়ে ৮টায় মসজিদ ভবনে।
ব্রুকলীন ইসলামিক সেন্টার (বিআইসি)-এর উদ্যোগে প্রোসপেক্ট পার্ক প্যারেড গ্রাউন্ডের ২নং মাঠে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৬টা, সকাল ৭টা এবং সকাল ৮টায়।
ব্রুকলীনের নিউকার্ক এভিনিউর হযরত বেলাল জামে মসজিদে ঈদের ৩টি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৭টা, সকাল ৮টা এবং সকাল ৯টায়।
ব্রুকলীনের মুনা সেন্টার অফ ইস্ট ফ্ল্যাটবুশ-এর উদ্যোগে ১৬৭ ইস্ট ৪৩ স্ট্রিটে মসজিদ বায়তুস সালামে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৭টা ও সকাল ৮টায়।
ব্রুকলীনের ফ্ল্যাটবুশ এর ডিটমাস পার্ক মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়।*
মুনা সেন্টার অফ নিউইয়র্কের উদ্যোগে ওজোন পার্কের ৮০-৫০ পিটকিন অ্যাভিনিউ মসজিদে ঈদের জামাত হয় সকাল সাড়ে ৭টায়।
ব্রঙ্কসের পার্কচেষ্টার জামে মসজিদের উদ্যোগে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হয় যথাক্রমে সকাল ৮টা ও সকাল ৯টায় মসজিদ ভবন ও ভবন সংলগ্ল রাস্তার উপর।
ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে পিএস ১০৬ প্লে গ্রাউন্ডে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮টা ও সকাল পৌনে ৯ টায়।
ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের উদ্যোগে ১৩৫১ ওডেল স্ট্রিটের মসজিদ প্রাঙ্গণে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল সকাল ৮টায় ও সকাল পৌনে ৯টায়।
পার্কচেস্টার ইসলমিক সেন্টার (পিআইসি)-এর উদ্যোগে ঈদের জামাত হয় একটি সকাল ৭টায়।
নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার এবং জামে মসজিদের উদ্যোগে উইলিয়ামস ব্রীজ ওভাল পার্ক মাঠ ঈদের জামাত হয় সকাল সাড়ে ৮টায়।
আমেরিকান মুসলিম সেন্টারের উদ্যোগে ১১৮ হারবার রোডের পোর্ট ওয়াশিংটন মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয় সকাল সাড়ে ৮ টায়।
হলিস মুসলিম কমিউনিটি সেন্টারের উদ্যোগে স্থানীয় হলিস এভিনিউ ও ২০৫ স্ট্রীট সংলগ্ন পার্কে ঈদের জামাত হয় সকাল ৮টায়। এতে ইমামতি করেন মৌলানা সাহেদ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সহ খন্দকার আলিম উদ্দিন, জসিম উদ্দিন, মোহাম্মদ নোমান হোসেন, বশির চৌধুরী প্রমুখ।
ওয়াশিংটন ডিসিসহ বাংলাদেশী অধ্যুষিত নিউজার্সী, কানেকটিকাট, ম্যারিল্যান্ড, পেনসেলভেনিয়া, ভার্জেনিয়া, ওহাইও, ফ্লোরিডা, নর্থ ক্যারোরিনা, সাউথ ক্যারোলিনা, জর্জিয়া, মিশিগান, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, অ্যারিজোনা প্রভৃতি স্টেটে ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে শুক্রবার পবিত্র ঈদুল আজহা পালিত হওয়ার খবর পাওয়া গেছে।
Posted ১১:৩১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
Weekly Bangladesh | Weekly Bangladesh