বাংলাদেশ অনলাইন ডেস্ক : | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
যুক্তরাষ্ট্রে প্রথম দফায় ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা দেওয়া শুরু হয়েছে। নিউইয়র্কের কুইন্সে ‘লং আইল্যান্ড জুইশ মেডিকেল সেন্টার’ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) এক কৃষ্ণাঙ্গ নার্সকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে গণমাধ্যমের খবরে।
১৪ ডিসেম্বর (সোমবার) নার্স সান্দ্রা লিন্ডসেকে টিকা দেওয়ার মুহূর্তটি ক্যামেরায় ধারণ করা হয় এবং তা সরাসরি নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমোর টুইটার ফিডে দেখানো হয়।
এ বছরের শুরুতে যুক্তরাষ্ট্রে প্রথম দফা সংক্রমণের সময় নিউইয়র্ক দেশটির মহামারীর উপকেন্দ্র হয়ে উঠেছিল। এখন সেই জায়গাতেই প্রথম টিকার এই যাত্রা শুরুতে আশা আর আনন্দের বাণী ঝরে পড়েছে গভর্নর কুমোর কণ্ঠে।
তিনি বলেছেন, ‘এই টিকা হচ্ছে মানবতাকে অশুভ শক্তির আক্রমণ থেকে রক্ষাকবচ, যার মধ্য দিয়ে চলমান করোনাভাইরাস-বিরোধী যুদ্ধের সফল সমাপ্তি ঘটবে।’ উৎফুল্লচিত্তে কুমো আরও বলেন, ‘এই টিকা করোনাভাইরাস প্রতিরোধের শুভ সূচনা; যা মহামারীর সমাপ্তি ডেকে আনবে।’
ওদিকে, টিকা নেওয়ার পর নার্স লিন্ডসে বলেছেন, ‘এই টিকা নেওয়াটা অন্য কোনও টিকা নেওয়ার থেকে আলাদা কিছু মনে হয়নি। কোনও যন্ত্রণাও অনুভব করিনি। আশা করি এটি আমাদের ইতিহাসের অত্যন্ত বেদনাদায়ক একটি সময়ের সমাপ্তির সূচনা করবে।’ ‘আমি মানুষের আস্থা বাড়াতে চাই, বলতে চাই এই টিকা নিরাপদ। আমরা একটি মহামারীর মধ্যে আছি এবং আমাদের সবাইকে নিজ নিজ কাজ করে যেতে হবে। মহামারীতে ক্ষত-বিক্ষত মানবতার পরিত্রাণে এই টিকার বিকল্প ছিল না। তাই সবাইকে তা নেওয়ার অনুরোধ জানাচ্ছি। তাহলেই করোনাকে পরাস্ত করা সম্ভব হবে।’
এই টিকা দেওয়ার কয়েক মিনিট পরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি টুইট করেন। তাতে তিনি লেখেন, ‘প্রথম টিকা প্রয়োগ করা হয়েছে। অভিনন্দন যুক্তরাষ্ট্র! অভিনন্দন বিশ্ব।’
Posted ৪:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৫ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh