বাংলাদেশ ডেস্ক : | শনিবার, ২৭ জুন ২০২০
চীনের ক্রমাগত প্রভাব বিস্তারের মুখে হংকংয়ের পাশে থাকার বার্তা দিয়ে ‘হংকং স্বায়ত্তশাসন আইন’ পাস করেছে যুক্তরাষ্ট্রের সিনেট।
২৫ জুন (বৃহস্পতিবার) সিনেটে সর্বসম্মতভাবে পাস হয়েছে এ বিল। হংকংয়ে চীনের নতুন জাতীয় নিরাপত্তা আইন চাপানোর জবাবে যুক্তরাষ্ট্র এ বিল এনেছে। চীনকে শাস্তি দিতে এ বিল পাস করেছে সিনেট।
এর আওতায় হংকংয়ের স্বায়ত্তশাসনের টুঁটি চেপে ধরার চীনের চেষ্টায় কেউ সমর্থন দিলে সেই ব্যক্তি বা কোম্পানি নিষেধাজ্ঞার কবলে পড়বে। তাছাড়া বিলটিতে আরেক দফা নিষেধাজ্ঞার পদক্ষেপেরও উল্লেখ রয়েছে।
হংকংয়ের স্বায়ত্তশাসন খর্বের কোনোরকম চেষ্টায় সমর্থন দেয়া কারও সঙ্গে কোনো ব্যাংকের লেনদেন থাকলে সেই সব ব্যাংকের ওপর আরোপ হবে এ নিষেধাজ্ঞা। চীন হংকংয়ের মানুষের অধিকার হরণ করছে অভিযোগে এক রিপাবলিকান এবং এক ডেমোক্র্যাটিক সিনেটর মিলে তৈরি করেন নিষেধাজ্ঞার এই বিল।
Posted ৫:০১ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh