নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের উদ্যোগে গত ২০ জুন (শনিবার) বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে এক ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্সের শুরুতে সকল শহীদের উদ্দেশে ১ মিনিট নিরবতা পালন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া সম্প্রতি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রখ্যাত সাংবাদিক কামাল লোহানীসহ আওয়ামী লীগের যে সকল নেতাবৃন্দ ও দেশে-বিদেশে করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন- তাদের জন্য শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দেশে-বিদেশে করোনা সংক্রামণে আক্রান্ত হয়ে যারা চিকিৎসাধীন তাদেরও রোগমুক্তি কামনা করা হয়। খবর বাপসনিউজ
এরপর ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠার পটভূমি, তাৎপর্য ও অর্জনের উপর মুল বক্তব্য উপস্থাপন করেন বাকসু’র সাবেক জিএস মুক্তিযোদ্ধা ড. প্রদীপ রঞ্জন কর এবং মুল বক্তব্যের উপর আলোচনায় অংশ নেন মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, ইঞ্জিনিয়ার মোহম্মদ আলী সিদ্দিকী, অ্যাডভোকেট শাহ মোহম্মদ বকতিয়ার, শরিফ কামরুল আলম হিরা, মুক্তিযোদ্ধা মিজানুর রহমান চৌধুরী, এম এ করিম জাহাঙ্গীর, মেসবাহ অহমেদ, ফরিদ আলম, ইলিয়ার রহমান, অধ্যাপক মমতাজ শাহনাজ, রুমানা আকতার, জালালউদ্দিন জলিল, কায়কোবাদ খান, ইঞ্জিনিয়ার মিজানুল হাসান, মঞ্জুর চৌধুরী, আকতার হোসেন, সুবল দেবনাথ, ছাদেকুল বদরুজামান পান্না, মাহাবুবুল খসরু, শেখ জামাল হোসেন, মোহম্মদ মাঈনদ্দিন, মো. আলমগীর, দেলোয়ার হোসেন মোল্লা, নাদের আলী মাস্টার, মো. জামাল বস্ক, মো. মিজনুর রহমান চৌধুরী ও শহিদুল ইসলাম প্রমুখ।
কনফারেন্সে আরো সংযুক্ত ছিল- রমেশ নাথ, আশাফ মাসুক, জাকির হোসেন হিরু ভূইয়া, হেলাল মাহমুদ, আশরাফ উদ্দিন, সিরাজুল ইসলাম সরকার, সিবুল মিয়া, মোল্লা মাসুদ, ইঞ্জিনিয়ার হাসান, টি মোল্লা, উৎফত মোল্লা, রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, মো. আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদাসহ আরো অনেকে।
সবশেষে সাংগঠনিক কিছু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ মধ্য দিয়ে ভিডিও কনফারেন্স সমাপ্ত হয়।
Posted ৭:৫৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh