নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
পালকি সেন্টারে আলোচনা সভায় বক্তব্য রাখছেন অধ্যাপক দেলোয়ার হোসেন। পাশে নেতৃবৃন্দ।
বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গত ৩০ মে রোববার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি পার্টিসেন্টারে যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন এবং প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাবেক যুগ্ম সম্পাদক আকতার হোসেন বাদল।
অনুষ্ঠানের আহ্বায়ক রাফেল তালুকদারের সভাপতিত্বে এবং সদস্যসচিব সারোয়ার খান বাবুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মোহাম্মদ বশীর, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম, অনুষ্ঠানের প্রধান সমন্বয়কারী ও জাতীয়তাংবাদী ফোরামের প্রধান উপদেষ্টা একেএম রফিকুল ইসলাম ডালিম, যুক্তরাষ্ট্র যুবদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আশরাফ উদ্দিন ঠাকুর, বীর মুক্তিযোদ্ধা মশিউর রহমান, নূর ইসলাম বর্ষণ,এস এম আলাউদ্দিন, ইকবাল হায়দার, স্টেট বিএনপির নেতা ইমরান শাহ রণ, দেলোয়ার হোসেন শিপন, নূরুল ইসলাম খসরু, শাওন বাবলা, এস এম শফি, জামাল হোসেন, হুমায়ূন কবীর, আব্দুস সালিক জাকির, গোলাম এন হায়দার মুকুট প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, বর্তমান সরকার নানা অজুহাতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বন্দী করে রেখেছে। তিনি খালেদা জিয়ার মুক্তিসংগ্রামে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, জিয়ার আদর্শকে ভুলে গেলে চলবে না। তিনি বলেন, বর্তমান স্বৈরাচারী সরকার বিএনপিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। যেকোনো কিছুর বিনিময়ে আমাদের ঐক্যবদ্ধ থেকে সেই ষড়যন্ত্র মোকাবিলা করার শপথ নিতে হবে।
প্রধান বক্তা আকতার হোসেন বাদল বলেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করার লক্ষ্যে দুর্বার আন্দোলন রচনা সম্ভব হচ্ছে না দলে ঘাপটি মেরে থাকা সরকারের দালালদের কারণে।
আকতার হোসেন বলেন, জিয়া তার ১৯ দফায় আমাদের শিখিয়ে গেছেন কীভাবে মানুষের জন্য কাজ করতে হয়। আমি জিয়ার আদর্শ ও সততা নিয়ে রাজনীতি করি। তিনি বলেন, আমি বিএনপিতে ছিলাম, আছি ও আজীবন বিএনপিতেই থাকব। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটেছিল। তারা অধ্যাপক দেলোয়ার হোসেন ও আকতার হোসেন বাদলের নেতৃত্বের প্রশংসা করে অনুষ্ঠানে মুহুর্মুহু স্লোগান দেন।
Posted ৩:১৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৩ জুন ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh