নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
নিউইয়র্ক : স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যুক্তরাষ্ট্র যুবদলের র্যালি
গত ২৬ মার্চ ছিলো বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী। সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করার উদ্যোগ নেয় সভাপতি জাকির এইচ চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যুবদল। করোনা পরিস্থিতির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনেই গত ২৬ মার্চ নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসে একটি বিশাল বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিতে অংশগ্রহণকারী সকলকে পরিয়ে দেয়া হয় লাল সবুজের পতাকা। হাতে ছিলো বাংলাদেশের জাতীয় পতাকা। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিশাল বিশাল ছবিসম্বলিত প্রতিকৃতি, মুখে ছিলো বাঁশি, কারো হাতে বাজনা, কারো হাতে পোস্টার, কারো হাতে ফেস্টুন, কারো হাতে প্লেকার্ড, পোশাকে ছিলো বাঙালিয়ানা। শীতের মধ্যেও ভাগ্যদেবী ঐ দিনটি রঙিন করতে সহযোগিতা করে। যে কারণে দিনটি ছিলো গ্রীষ্মের মত। যে কারণে সবাই নানা রং-এর বাঙালি পোশাকে নিউইয়র্কের জ্যাকসন হাইটসকে করেছে বাঙালিময়। দেখে মনে হবে এটি যেন বাংলাদেশের প্রতিচ্ছবি। ছোট্ট একটি বাংলাদেশ।
বর্ণিল র্যালি জ্যাকসন হাইটসের ডাইভার সিটি প্লাজা থেকে শুরু হয়ে জ্যাকসন হাইটসে বিভিন্ন স্ট্রিট প্রদক্ষিণ করে আবারো ডাইভার সিটি প্লাজায় এসে শেষ হয়। বিভিন্ন স্থান থেকে আগত নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ, আনন্দ উৎসব এবং স্বাধীনতার ঘোষক জিয়া লও লও লাল সালাম- স্লোগানে স্লোগানে পুরো এলাকায় ভিন্ন এক পরিবেশ তৈরি করে। বাংলাদেশীসহ ভিনদেশীরাও রাস্তার পাশে দাঁড়িয়ে তা উপভোগ করেন এবং করতালির মাধ্যমে অভিবাদন জানান। করোনার কারণে প্রায় এক বছরের অধিক সময় ধরে বাইরে এবং ভিতওে কোন অনুষ্ঠানের আয়োজন করা যাচ্ছে না। কিন্তু নিউইয়র্কে করোনা কমে আসায় এবং বাধ্যবাদকতা কমে যাওয়ায় যুবদল সুযোগটি গ্রহণ করে। যুবদল দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই এই নজির স্থাপন করে। দেশ প্রেম থাকলে, সেই সাথে দলপ্রেম থাকলে সাহস নিয়ে সব কিছু করা সম্ভব এটা প্রমাণ করেছে যুক্তরাষ্ট্র যুবদল।
র্যালিতে কয়েক শত মানুষ উপস্থিত ছিলেন। তার মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সিনিয়র সহসভাপতি গিয়াস আহমেদ, সাবেক সহসভাপতি মঞ্জুর আহমেদ চৌধুরী, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা বাসেত রহমান, এবাদ চৌধুরী, যুবদল নেতা এ জি এম জাহাঙ্গীর হাসাইন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক গোলাম ফারুক শাহীন, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি মাওলানা অলিউল্লাহ আতিকুল্লাহ, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, দেওয়ান কাওসার, মানবাধিকার নেত্রী নীরা রব্বানী, যুক্তরাষ্ট্র যুবদল নেতা আহবাব চৌধুরী, মোহাম্মদ আবুল কাশেম, আমানত হোসেন আমান, শামীম মাহমুদ, জাফর তালুকদার, জাহাঙ্গীর এম আলম, মীর মশিউর রহমান, আশরাফুজ্জামান, এবিএম সিদ্দিক, মো: মাইনুল হাসান মহিদ, জাহাঙ্গীর আলম জয়, হামিদুর রহমান, মো: আলী রাজা, নিউইয়র্ক স্টেট যুবদলের সভাপতি কাজী আমিনুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভুইয়া, বিএম বাদশাহ, মো: আশরাফ, এমদাদ তরফদার, মো: মাইনুদ্দিন, মাসুদ রানা, সিদ্দিক পাটওয়ারী, সেলিম আহমেদ, ইকবাল খান, আহসান উল্লাহ মামুন, ইউসুফ আলী, মো: মাইনউদ্দিন, উত্তম বণিক, সাজেদুল ইসলাম অরিক, যুক্তরাষ্ট্র শ্রমিকদলের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মো: আবুল কালাম, মুক্তিযোদ্ধা মীর মশিউর রহমান, যুক্তরাষ্ট্র শ্রমিক দলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি নাসিম আহমেদ, সোহাগ আফসার, শাহবাজ আহমেদ, তানিম আহমেদ, ফরিদ খন্দকার, সাহেদ আহমেদ, মো: লিপন, রুবেল আহমদ, চৌধুরী মোমিত তানিম প্রমুখ।
Posted ১১:০০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০১ এপ্রিল ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh