বাংলাদেশ অনলাইন : | শনিবার, ২৭ মার্চ ২০২১
নুসরাত জাহান
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে তৃণমূলের হয়ে ক্ষমা চাইলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী সংসদ সদস্য নুসরাত জাহান। ভারতীয় গণমাধ্যমের খবর, সম্প্রতি ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হুমায়ুন কবীরের সমর্থনে ডেবরার গোলগ্রামে প্রচার সভা করেন নুসরাত জাহান।
ভোটের মাঠে ক্ষমা চেয়ে তিনি বলেন, দলের তরফে কোনো ভুল হয়ে থাকলে, ক্ষমা করে দেবেন- ভোট প্রচারে গিয়ে বললেন তিনি। অভিনেত্রী বলেন, আমাদের দলের মানুষের থেকে যদি কিছু ভুল হয়ে গিয়ে থাকে। আপনাদের তো মন বড়- ক্ষমা করে দেবেন।
উপস্থিত মানুষের উদ্দেশ্যে নুসরাত বলেন, মনে রাখবেন শুধু একটিই মুখ, সেটি দিদির মুখ। যিনি শুধু বাংলার জন্য লড়াই করে যাচ্ছেন।
৯ ফেব্রুয়ারি কালনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় তৃণমূল কংগ্রেসে যোগ দেন চন্দননগরের সাবেক পুলিশ কমিশনার হুমায়ুন কবীর।
শুধু নুসরাতই নন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচার শুরু করেছেন আরও দুই তারকা এমপি মিমি চক্রবর্তী ও দেব। তাদের উপস্থিতিতে ভোটাররা উজ্জীবিত হচ্ছেন।
তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে দ্বিতীয় দফায় ভোটে লড়ছেন টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। বসুরহাট থেকে এবারও ভোট করছেন বর্তমান এ সংসদ সদস্য।
Posted ৭:১৫ পূর্বাহ্ণ | শনিবার, ২৭ মার্চ ২০২১
Weekly Bangladesh | Weekly Bangladesh