নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
গত ২৭ ডিসেম্বর রংপুর জেলা এসোসিয়েশন ইন্ক এর বার্ষিক সাধারন সভা সংগঠনের সভাপতি মিজানুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন সংগঠনের একনিষ্ঠ কর্মী জনাব রুহুল আমিন এবং পবিত্র গীতা পাঠ করেন তুষার কান্তি বর্মন মহাশয়।মূল আলোচনা শুরুর পূর্বে সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়ের বড় ভাই ড. চঞ্চল রায়, সংগঠনের কোষাধ্যক্ষ ওমর ফারুকের পিতা, সাংগঠনিক সম্পাদক মাহবুব হাসানের পরিবারসহ সকলের সুস্থতা ও রোগ মুক্তি এবং উদ্ভূত মহামারীতে মারা গেছেন তাদের সকলের আত্মার শান্তি কামনার্থে বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের কর্মী মাঃ রুহুল আমীন ও তুষার কান্তি বর্মন মহাশয়। সভাপতি তার শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সভায় উপস্থিত সকল সদস্যবৃন্দকে স্বাগত জানান এবং সাধারণ সম্পাদক সংগঠনের চলতি বছরের কার্যক্রমে বর্ণনা তুলে ধরেন। সভাপতি এবং সাধারণ সম্পাদকের বক্তব্যের উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহর খান।
বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক রহিমুজ্জামান সুমন, সহ সভাপতি আবদুল জলিল, সহ সভাপতি জনাব গোলাম আজম, সহ সভাপতি রেজাউল ইসলাম, সংগঠনের অন্যতম কার্যকরী সদস্য মোঃ আবদুর রাকিব ও প্রাক্তন সাধারণ সম্পাদক ও করোনা ট্রান্সফোর্স প্রধান শাহ্ মোহাম্মদ ফরিদ, সাংগঠনিক সম্পাদক জনাব আবদুল কুদ্দুস কানন, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলীর মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মোঃ মিজানুর রহমান শেলী, আহসান বিল্লা হিরা, মীর মামুন রশীদ, জনাব তানভীর আবেদ, সাইফুর নাহার, একেএম শাহরিয়ার বিদ্যুত, এছাড়াও বক্তব্য রাখেন প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহফুজুর রহমান খান, কার্যকরী সদস্য জনাবা কামনা হাসান, সাংস্কৃতিক সম্পাদক মিলন কুমার রায় এবং গুরুত্বপূর্ণ সদস্য গৌতম রায় ও প্রদীয় রায় সহ আরও অনেকে। সকলের অংশগ্রহনে একটি সফল আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকলে মনে করেন প্রবাসী রংপুরবাসী যাহারা এখনও সংগঠনের বাহিরে আছেন তাদেরকে সংগঠনে সম্পৃক্ত হয়ে একসাথে কাজ করার জন্য আহ্বান করা হয় এবং সবাই ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
Posted ৮:১১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh