নিউইয়র্ক : | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
কোভিড-১৯ আক্রান্ত জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ আল-আমিন রাসেল ও সমাজকল্যাণ সম্পাদক ইসমাইল হোসেন স্বপনের সুস্থতা কামনা এবং দেশ ও প্রবাসে আক্রান্ত সকলের রোগমুক্তি কামনায় ও প্রয়াত সকলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সিডিসি’র গাইড লাইন মেনে চলার আহ্বান জানানো হয়। রোববার (২৭ ডিসেম্বর) আপরাহ্নে এই মাহফিলের আয়োজন করা হয়। খবর ইউএনএ’র।
জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের সঞ্চালনায় জুম দোয়া মাহফিলের বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের খতিব ও ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ, সাপ্তাহিক ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সন্তান ডা. মাসুদুল হাসান, আইটিভি’র সিইও মওলানা শহীদুল্লাহ, ফ্রেন্ডস সোসাইটির প্রধান উপদেষ্টা এবিএম ওসমান গণি, সাবেক প্রধান উপদেষ্টা নাসির আলী খান পল, উপদেষ্টা যথাক্রমে আব্দুল আওয়াল সিদ্দিকী, মনজুর আহমেদ চৌধুরী, সালেহ আহেমদ, অধ্যাপিকা হুসনে আরা বেগম, ফারুক হোসেন তালুকদার, অধ্যাপক শাহাদৎ হাসান ও এবিএম সালাহউদ্দিন আহমেদ, সংগঠনের সাবেক সহ সভাপতি সৈয়দ আতিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদিকা আফরোজা রোজী প্রমুখ বক্তব্য রাখেন।
ইমাম মওলানা মির্জা আবু জাফর বেগ তাঁর বক্তব্য শেষে সবার সুস্থ্যতা কামনায় দোয়া করেন। এরপর ফ্রেন্ডস সোসাইটির কর্মকর্তারা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এসময় তারা ফ্রেন্ডস সোসাইটির কর্মকান্ডের প্রশংসা করেন। বিশেষ করে মহানমারী করোনার সময় জীবনের ঝুঁকি নিয়ে সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার ও সাধারণ সম্পাদক সৈয়দ আল আমীন রাসে-এর নেতৃত্বে সংগঠনের একাধিক কর্মকর্তা ও সদস্য কমিউনিটির পাশে দাঁড়িয়ে যে ভূমিকা রেখেছে তার তুলনা হয় না। বক্তারা কমিউনিটির যেকোন বিপদে-আপনে সবাইকে ঐক্যবদ্ধ থাকা এবং সাধ্যমত একে অপরের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
জুম সভায় সৈয়দ আল আমীন রাসেল তার ও পরিবারের সদস্যদের কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার প্রেক্ষাপট ও করনীয় তুলে ধরেন। তিনি বলেন, করোনায় আক্রান্ত হলে ভয় না পেয়ে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান এবং স্বাস্থবিধি নেমে চলার অনুরোধ করেন। দোয়া মাহফিলে ফ্রেন্ডস সোসাইটির অন্যতম উপদেষ্টা রেজাউল আজাদ চৌধুরী, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বেলাল চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল আজাদ ভূইয়া, যুগ্ম সম্পাদক রিজু মোহম্মদ, সদস্য মাহিন রহমান, সাংবাদিক এস এম সোলায়মান সহ কমিউনিটি নেতা মাকসুদুল হক চৌধুরী, বদিউল আলম, মোহাম্মদ আকরাম, সাংষ্কৃতিক বক্তিত্ব আরতী শিকদার প্রমুখ যোগ দেন। সবশেষে বিশেষ দোয়া পরিচালনা করেন ফ্লোরিডা তাউহীদ মসজিদের ইমাম কারী মওলানা ফখরুল ইসলাম আমমগীর দোয়া পরিচালনা করেন।
Posted ৮:৩৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
Weekly Bangladesh | Weekly Bangladesh